হে তরুন হে নবীন
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৬:৫৮ রাত
হে তরুন হে নবীনে
হে খোকন সোনারা, সব অলসতা ঝেড়ে ফেলে উঠ।
চেয়ে দেখ না,আমানিশা রাতের আধার কেটে যাচ্ছে ,
দেখ না সোনালী ভোর হাত ছানি দিয়ে তোদের ডাকছে ।
হে তরুন হে নবীন মনের দুয়ার খুলে তা দেখতে উঠ।
ঐ যে দেখ অসহায় নরনারীরা কষ্টে আর্তনাথ করছে।
একটুখানি সাহায্যের আশায় পথ পানে চেয়ে আছে,
মনে সব দূর্বলতা ঝেড়ে ফেলো একলাফে,
সব জুলুমবাজদের সামনে বর্জের ন্যায় হুংকার দাও,
সব বাধা ডিঙ্গিয়ে আলোর মিছিল নিয়ে এগিয়ে চল।
তোমাদের তারুন্যের উত্তাল জোয়ারে ভেসে যাক ,
দুনিয়ার সব তাগুতী শক্তি কচুরীফেনার মত ভেসে যাক
আর ভোরের আলো উদ্ভাসিত হয়ে উঠুক,
আর রাতের গুটগুটে কালো অন্ধকার সরে পড়ুক ।
যাও তোমরা শয়তানদের বিষদাত ভেঙ্গে দেখিয়ে দাও, তারুন্যের তেজদীপ্ততা কত শক্তিশালী আর ভয়ংকর ।
প্রেমময় আল্লাহর রহমত তোমাদের সাথে আছেন ।
ভয় পেও না মায়ের দোয়া তোমাদের পাশেই আছে ।।
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন