*পয়সা শব্দ করে, কিন্তু কাগজের টাকা শব্দহীন।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৯ জুলাই, ২০১৩, ০৩:১১:৫৮ দুপুর
#হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“যার চরিত্র যত সুন্দর এবং নিজ পরিবারের সাথে যার ব্যবহার যত নম্র ও কোমল, তার ঈমান ততই পূর্ণাঙ্গ এবং পরিপক্ক।” [তিরমিজী, হাকেম]
#হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“আল্লাহ তায়ালা কোমলচিত্ত। সবকিছুতে তিনি কোমলতাকে পছন্দ করেন। ” [বুখারী ও মুসলিম]
#হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“যাকে বিনয় ও নম্রতা দান করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আর যাকে বিনয় ও নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে।” [তিরমিযী]
#হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“নম্রতা ও কোমলতা যে জিনিসেই থাকবে, তা সুন্দর ও সুষমামন্ডিত হবে, আর কঠোরতা যে জিনিসেই থাকবে, তা কুৎসিত এবং অকল্যাণকর হবে” [মুসলিম]
*ক্ষমতাবান মানুষের মূল্যহীন কথাও মূল্যবান বলে মনে হয় । পক্ষান্তরে সহায়সম্বলহীন মানুষের মূল্যবান কথাও মূল্যহীন বলে পরিত্যাক্ত হতে দেখা যায়।
-হযরত আলী (রাঃ)
*নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা, যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে |
___বিল গেটস
*পয়সা শব্দ করে, কিন্তু কাগজের টাকা শব্দহীন। আপনি জীবনে যত বড় হবেন তত বেশি স্বল্পভাষী বিনয়ী মানুষ হওয়ার চেষ্টা করুন।
হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ্সমূহ কেহই মাফ করতে পারে না। সুতরাং তুমি তোমার নিজ গুনে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম কর। তুমি তো মার্জনাকারী ও দয়ালু। [বোখারি : ৫৮৫১]
বিষয়: বিবিধ
২২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন