আমি রোজাদার আমি রোজাদার

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ জুলাই, ২০১৩, ০৮:০০:৪৮ রাত

আমি রোজাদার আমি রোজাদার

কোরানের কর্মী ,রাসুলের উম্মত হয়েছি বলে ,

ঈমানের দাবী পুরনের তরে,

সত্যের পথে চলতে গিয়ে মোরা

শত বাধার পাহাড় মাড়িয়ে

চলছি মোরা দূর্বার গতিতে ।।

তাদের বলেছি কত বার

রাসুল সা বলেছেন আমার

গায়ে পড়ে কেউ যদি করে ঝগড় ঝঞ্চাট

বলবে তুমি ৩বার ,আমি রোজাদার

আমি রোজাদার আমি রোজাদার ।।

শয়তানের দালালেরা শুনেনি

তাগুতের অন্ধকার মোহে পাগলপারা

হয়েছে নমরুদ ফেরাউনের সন্তানেরা

তাই ৯০ বছরে বৃদ্ধকে দেয় ৯০ বছরের সাজা

সীমারেরা ,আমার ছেলেদের মেরে মেরে করছে হত্যা।।

আল্লাহর সৈনিক মোরা তাই আছে বুকে বল।

শুনেছিস কখনো মোরা ডরায়ে পালায়ে ছেড়েছি রাজপথ ,

তোদের যত বলুক তোদের মা সোনার ছেলে

সত্যি করে বল শয়তানেরা আছে কি তোদের জন্ম পরিচয়

ইবলিস তোদের পৌছে দিবে জাহান্নামের ঠিকানায় ।।

হে প্রভু পরয়ার ! আমি রোজাদার

জানি তুমি ফিরাওনা কারো হাত,

তাই শোন মোর শেষ বেলার ফরিহাদ ,

মোদের সাহস হিম্মত দাও নাস্তিক কাফেরদের মোকাবেলায় ,

দাও মোদের ইসলামের বিজয় সারা দুনিয়ায় ।।

বিষয়: বিবিধ

২০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File