কোথায় পাবো সেই ক্লিনার যা আমার হৃদয় কে ফ্লোর এর মত ঝকঝকে আর তকতকে করে দিবে ?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১০ জুলাই, ২০১৩, ০৩:২৬:১৯ দুপুর

কোথায় পাবো সেই ক্লিনার যা আমার হৃদয় কে ফ্লোর এর মত ঝকঝকে আর তকতকে করে দিবে ?

মরিচের কেজি ১০০ টাকা টমেটো ১৫০ টাকা আর বাকী গুলোর দাম নাইবাই বললাম । আমি চিন্তা করছি আল্লাহ এই ভাবে রেইস খেলার ঘোড়ার মত দ্রব্যমুল্য চললে সাধারন জনগন এর কি উপায় হবে ? কিন্তু মেডামদের ঈদের কেনাকাটার ধুম ক্ষেত্র আর কর্তামশাইদের টাকার বান্ডেল ছাড়ার গল্প শুনে মনে হলে আমি যতসব আজে বাজে চিন্তা করে সময় টা নষ্ট করি ।

এক আপা প্রশ্ন করলেন " রমজানের আগে আপা কি কি কাজ শেষ করলেন ? মার্কটিং শেষ করেছেন?

আমি বললাম " আলহামদুলিল্লাহ , আপা আমি তো মার্কেট এর যাওয়া পছন্দ করি না । তাই সাহেব আর ছেলে ছোট টাই যা যা দরকার এনে দিয়েছেন । আমি উনার কথায় যা বুঝেছি তার উত্তর দিলাম ।

আপা আমার অনেক সুন্দর একখান হাসি দিয়ে বললেন , তো কি কি কিনলেন আপনার জন্য ?

আলহামদুলিল্লাহ আপা , চাল , তেল , নুন , ডাল , মসল্লা , সাবান ফ্লোর ক্লিনার এই তো । অন্য বারের চেয়ে এই বার দুই টা জিনিস বেশি কিনে দিয়েছেন , তা হল একটা ব্লেন্ডার আর একটা পেসার কুকার । দাম শুনে মনে হচ্ছে না হলেও চলতো ।

আপার মুখে ফালি চাদের হাসির জায়গায় হটাত একটুকরো মেঘ এসে ভীড় করল। আমার বুঝতে বাকী নেই আপা আমার মার্কেটিং এ মোটেও সন্তুষ্ট হন নাই।

আমিও না বুঝার মত বললাম , আপা ফ্লোর ক্লিনার টা আমাকে বিশাল বিপদে ফেলেছে । কেন যে সেইটা আনল তাই ভাবছি ।

আপা আবার একটু চিকন হাসি দিয়ে জানতে চাইল কি বিপদ?

আপা রমজানের পবিত্রতা বলে কথা । পায়জামা পাঞ্জাবী ,জানালার পর্দা থেকে পাতিল ধরার কাপড় পর্যন্ত সব পরিস্কার করলাম । তখন মাথায় আসে নাই কিছু । অসুস্থ্য শরীল নিয়ে অনেক কষ্ট করে কখন ফ্লোর টা মেঝে ঘসে পরিস্কার করলাম। এরপর রাতে ঘুমানোর আগে সারাদিন কি কি কাজ করলাম ।হিসাব করলাম দুনিয়াবী কি কি করলাম আর আখিরাত এর জন্য কি কি করলাম ।

তখন আমার বিবেক আমাকে প্রশ্ন করল ?

পবিত্রতার জন্য সবই তো পরিস্কার করলে কিন্তু নিজের অন্তর টা কি পবিত্র করছো ?

না না আমি তা করি নাই ।

কি দিয়ে করব ?

ফ্লোর ক্লিনার দিয়ে তো এত বড় বাসার সব ফ্লোর খুব তাড়াতাড়ি ফ্লোর পরিস্কার করল ।

কিন্তু আমি তো আমার খুব ছোট অন্তর টা পরিস্কার করলাম না । কিন্তু কি দিয়ে করব এতো তাড়াতাড়ি । সময় যে খুব কম হাতে । ৪৩ + বসরের ময়লা আবর্জনা কি ভাবে সরাবো । শয়তানের ফেলানো তেলকাইস্টার চট এর গাধ কিভাবে সরাবো । কোথায় পাবো সেই ক্লিনার যা আমার হৃদয় কে ফ্লোর এর মত ঝকঝকে আর তকতকে করে দিবে ?

বিবেক আবার একটু ধমক দিয়েই বলে উঠলো ," হতাশ বা নিরাশ হবে না । যদি মুমিন হয়ে থাক তা হলে এই রহমানের কোরান আর রাসুল সাঃ সুন্নাহ আকড়াইয়ে ধর ।আর সেটা দিয়েই তোমার অন্তরটা পরিস্কার কর ।

চোখের পানি মুছে । দীর্ঘ শ্বাস ফেলে বুঝলাম যেজায়গা ছোট কিন্তু ক্লিনার অনেক বেশি করে দিয়ে বার বার অবিরাম চেষ্টা চালিয়ে আমাকে এই ময়লা আবর্জনা আর শয়তানের ফেলানো তেলকাইস্টার চট গাধ সরাতে হবে । তা হলে আমার আত্নশুদ্ধি হবে ।আল্লাহ আমাকে সাহায্য করুন ।

আল্লাহ আমাদের এই রমজানের মাধ্যমে কোরাআন সুন্নাহর আলোকে ামাদের অন্তর কে সংশোধন করে এমন পবিত্রতা দান করুন যা দিয়ে আমরা বাকী ১১ মাস শয়তানের সাথে জিহাদ করে ইসলামের উপর ঠিকে থাকতে পারি । আমাদের অন্তর কে রহমত বরকত মাগফেরাত আর নাজাত দান করে তোমার খাস গোলাম হবার তাওফিক দান করুন ।

এখন আপা বলেন এটা কি বিপদ হলো না ।

বিষয়: বিবিধ

২০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File