সত্যি আমি লোভী নই

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ জুন, ২০১৩, ০৪:৪২:৫৫ বিকাল



আমি শুধু তোমাকে চাই,শুধু আমার মাঝে তোমাকে চাই

দুই জাহানে ভোগ বিলাস বা অন্য কিছু পাই বা না পাই

আমি বিরহের জ্বালা আর ব্যাথা নিয়ে তোমাকে ভালবাসি

আমি অসহায় অক্ষম দুর্বল চিত্তের তাও তোমাকে ভালবাসি

আমার ক্লান্ত হিয়ার মাঝের অটূট বিশ্বাস নিয়ে তোমাকে ভালবাসি

তাই আমি জানিও মানি যখনই ডাক দেব তুমি দেবে সাড়া।।

আমি তো তোমার প্রেমে মাতোয়ারা এক প্রেমিক হতে চাই

সত্যি আমি লোভী নই যে লোভে পড়ে তোমাকে ভালবাসি

তাই আমি জান্নাত জাহান্নাম কিছুই তোমার কাছে চাই না

আমি নিত্য মুনাজাতে সিক্ত নয়নে বলতেই থাকি

হে প্রভু! সর্ব সময় আমি শুধু তোমাকে পেতে চাই ।

তোমাকে হারাবার পীড়নে পীড়িত মোর মন

অঝর ধারায় ঝর্না ঝরায় মোর দুই নয়ন

তাই হে ক্ষমাকারী! আদি থেকে অনন্ত সব পাপ ক্ষমা করে দাও

দুনিয়া আর আখিরাতে মোরে শুধু তোমার কাছে টেনে নাও

তাই তুমি মোরে ক্ষমা করে যা দিবে তাই পেতে চাই

কবুল কর ইয়া ইলাহী আমার হৃদয়ের ডাক।।



বিষয়: বিবিধ

২৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File