আজো স্বপ্ন দেখি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ মে, ২০১৩, ০১:১৬:০১ রাত
আজো স্বপ্ন দেখি
বলি বলি করে বলতে পারিনি আর
তবে বলব বলব করে ভেবেছি শত বার
আজ বলব তা শুনে নে শুধু একবার
জানিস তোদের ভালবাসি মা কোটি কোটি বার ।।
কথাটা আগে বলেছি নির্ঘুম জোনাকীদের কানে কানে
জানিস আমার সেই ভালবাসা তোদের খোজে সকাল সাঝে
রাজহাসের মত পাখা ঝাপটিয়ে ভেসে বেড়ায় নয়নের স্বচ্ছ জলে
হৃদয়ের নদীটির তীরে খেলা করিস কিন্তু ঢিল ছুড়েসনে সেই নদীতে।।
এখনো কি তোরা আগের মত ছুটাছুটি করে গায়ে কাদা মেখে ফেলিস?
কিচ্ছু হবে না স্নান সমার্পন করেনিস সেই নদীর পাড়ে সান বাধানো ঘাটে
নাকি অনেক বড় হয়েছিস ভেবে গুটিয়ে নিয়েছিস ঘন শুভ্র কুয়াশার ভয়ে?
কিন্তু ভয় পেয়ে এখন তো আর আগের মত ঝাপ্টিয়ে ধরনা মাকে
বলব মিষ্টি হেসে ভয় পাচ্ছিস কেন?আল্লাহ যাদের সাথে থাকে ভয় কি তাদের থাকে?
এখন কাকে বলিস ?বিদ্ধা বুদ্ধি সবই পারি যদি থাকিস মা তুই বসে পাশে
ঘুম পাড়ানির গান টা বল না মা মাথায় হাত টা বুলিয়ে বুলিয়ে
ঘুমের বান করে থাকতি যখন যাবার বেলায় দেখি আচলটি আসছে না সাথে
আজো স্বপ্ন দেখি তোরা মাকে এনে দিবি সোনালী রোদ্র ভরা ঘন সবুজ এক উদ্
বিষয়: বিবিধ
১৭২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন