আওয়ামীলীগ এই সমস্ত নাটক কেন করছে..?

লিখেছেন লিখেছেন দেবা ০৯ মার্চ, ২০১৩, ০১:৪৩:৩২ রাত

২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর এক বড় বিদ্রোহ ছিল বিডিয়ার বিদ্রোহ । এই বিদ্রোহ হওয়ার ঘটনা প্রধানমন্ত্রী আগে থেকেই জানতেন। এই বিদ্রোহের সুষ্ঠ বিচার হলে আওয়ামীলীগের অনেক নেতা-কর্মী বিচারের আওতায় আসত। এরপর থেকে শুরু। শেয়ার বাজারের হাজার হাজার টাকা খেয়ে ফেলেছে আওয়ামীলীগের রুই-কাতলারা, পদ্মা সেতুর কমিশন খেতে চেয়ে দেশ হারাল বিশ্ব ব্যাংকের সহযোগিতা, ছাত্রলীগরা ধর্ষণ করল মহিলা পুলিশকে, হত্যা করা হল সাগর-রুনির মত সাংবাদিককে, হঠাৎ বের হয়ে এল রেলের কালবিড়াল, সোনালী ব্যংককে ভিক্ষারী বানানো হল, সমস্ত খাতে লেগে ১০০% দুর্নীতির ছোয়া, কারেন্ট খাতে জনগণ থেকে হাতিয়ে নেয়া হল ৪০০ কোটি টাকা, ডেস্টিনির ৫০০০ হাজার কোটি টাকা জব্দ করে খেয়ে ফেলল আওয়ামীলীগের নেতারা সর্বশেষ ডেস্টিনির ৬০০ কোটি টাকার সম্পদ সমূহ খাওয়ার দায়িত্ব দেয়া হল পুলিশকে, ছাত্রলীগের দ্বারা ভাংচুর হল অসংখ্য মানুষের হাড়, অফিস, গাড়ি, গুম হয়ে মারা গেল অসংখ্য মানুষ, আগুন ধরিয়ে দেয় হল বুদ্ধমন্দিরে, আরও অনেক কুকর্ম তারা করে গেছে বিগত 8 বছরে। এই সমস্ত কিছুর দায় বিরোধী দলের উপর ছাপানো হয়েছে। কিন্তু যখনই বিচার করতে যায় বের হয়ে আসে আওয়মীলীগের নেতাদের নাম আর তখনই বিচার স্থগিত রাখা হয়। তারা চিন্তায় পড়ে গেল এখন কি করা যায়..? হা একটা উপায় আছে তা হল যুদ্ধাপরাধীর বিচার নামিয়ে দেয়া যায়। আর তাতে জনগণ আওয়ামীলীগের সব কুকর্ম ভুলে যাবে। তারপর শুরু হল নাটক। আওয়ামীলীগ কি ভাবে এই দেশের মানুষ এতই অবুঝ?

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File