সাংবাদিক যখন ঘৃণার বস্তু
লিখেছেন লিখেছেন দেবা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪২:৩৯ বিকাল
সাংবাদিকদের তুলনা করা হয় আয়নার সাথে। আয়নাতে যেমন একজন মানুষের চেহারায় দাগথাকলে তা স্পষ্ট দেখা যায় এবং তার আসল চেহারাই দেখা যায় । ঠিক তেমনি সাংবাদিকরা চলমান বিষয়সমূহের আসল চেহারা তুলে ধরে। কিন্তু দেখুন আমাদের দেশের সাংবাদিকদের অবস্থা। তারা সত্যকে চাপা দিয়ে দিনের পর দিন অহরহ মিথ্যা সংবাদ চাপিয়ে যাচ্ছে। সাংবাদিকরা আজ একটি মহলের দালালী করছে। আজকের এই সরকারের সমস্ত ব্যর্থতা তারা ফটোশপদিয়ে মুছে অতি পরিষ্কার করে জনগনের সামনে হাজির করছে। আর যারা নিরাপরাধ এবং সত্যবাদী তাদের সুন্দর চেহারাকে কুৎসিত করে হাজির করছে। কিন্তু এখনও এই অনেক সত্যবাদী সাংবাদিক আছে। যারা সত্য প্রকাশে কাউকে ভয় করে না। ...
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন