প্রকৃত যুদ্ধ অপরাধী সহ সকল অপরাধীর বিচার চাই
লিখেছেন লিখেছেন বিবেক ও বিচার ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪২:৪১ সকাল
যে যুদ্ধ চোখে দেখেনি শুধু শুনেছে তা নিয়া এত জাগরন? কিন্তু বিশ্বজিতকে ছাএলীগের ক্যাডার যে কুপিয়ে মারল তা কি জাতি দেখেনি? কই তখন তো একজনও তরুন প্রজম্ম একজনও রাস্তায় নামেনি তখন কি তারা ঘুমিয়ে ছিল? না কি এ জাগরন আওমিলীগের্ ক্ষমতায় টিকে থাকার নীল নকষা? বিশ্বজিত এর হত্যার দায় লীগসরকার কিভাবে এরায়? তারাইতো ছাএলীগের ক্যাডারে ওডার দিয়ে ছিল। সবসময় রাজনিতিক দলরা জনগনের মধ্যে সহিংস যুদ্ধের সৃষ্টি করেছে তাদের স্বাত্তের জন্য। তারা থাকে পদ্দার আরালে, কিন্তু এ দেশের সাধারন জনগন মারা গেছে। রাজনিতিকবিদদের কিছুই হয় নাই, বরং তা নিয়া রাজনিতিক ফায়দা আদায় করেছে। আমরা বাংলাদেশের জনগন একেওপরের ভাই ভাই , আমরা ওদের স্বাত্তের জন্য এক ভাই অন্য ভাইকে কেন মারব? আসুন স্বাথপর রাজনিতিকবিদদের প্রতিহত করি। ওরাই প্রকৃত দেশের শত্রূ, ওরাই প্রকৃত রাজাকার, চোর । যারা দেশকে তিলে ধংশ করতেছে। আসুন প্রকৃত যুদ্ধ অপরাধী সহ সকল অপরাধীর বিচার চাই।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন