সকল অপরাধির বিচার হোক।

লিখেছেন লিখেছেন বিবেক ও বিচার ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১৮:১৭ বিকাল

আমি মুক্তিযোদ্ধার সন্তান না। স্বাধীন দেশের একজন স্বাধারণ নাগরিক হিসাবে, দেশকে আমি সবার আগে ভালবাসি। সব কিছুর আগে দেশের স্বার্থে সকলকে দেশ এবং দেশের মানুষের উন্নয়ণের জন্য কাজ কারা উচিত। দেশের বিরোধী যাহারা কাজ করে, তাদেরকে অবশ্যই বিচার কারা উচিত। স্বাধীণতা যুদ্ধের সময়, যাহারা দেশের সাথে বেইমানি করেছে। তাদের সকলের বিচার করা উচিত। এই বিচার নিয়ে কোন প্রকার রানৈতিক ইশু টানা উচিত নহে। যুদ্ধের সময় যাহারা মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই ফাঁশি হওয়া উচিত। হত্যার একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁশি। কিন্তু যুদ্ধের পর যাহারা রাজনৈতিক ইশুতে যাহারা লগি, বৈঠা, বাসে-আগুণ, রগকেটে, গুলিকরে, চাপাতি দ্বারা কুপিয়ে, গ্রেনেট ও বোমামেরে স্বাধারণ মানুষ হত্যা করেছে, তাদেরও এখনই বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচার করা উচিত। তাহারা যে কোন রাজনৈতিক দলের যত শক্তি শালি নেতা হোক না কেন।

বিষয়: রাজনীতি

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File