বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এমন দোহাই দিয়ে হিন্দুদের অস্ত্র হাতে লড়াইয়ের হুমকি। কিন্তু ভারতে গরুর মাংস খাওয়ার 'অপরাধে' শাস্তিস্বরূপ গণধর্ষণ এবংপিটিয়ে হত্যা। ভারত কি তাহলে বাংলাদেশের সব বিষয়ে নাক গলানোর বৈধতা পেয়েছে ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫৮:২৬ রাত



ভারতের হরিয়ানার মেওয়াটে গরুর মাংস খাওয়ার 'অপরাধে' শাস্তিস্বরূপ গণধর্ষণ করা হয়েছে দুই তরুণীকে! দুই সপ্তাহ আগে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গণধর্ষণ-কাণ্ডের শিকার প্রধান ধর্ষিতার।

দিল্লিতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতিতে পুলিশের সামনে ওই নির্যাতিতা বলেন, 'ধর্ষণের আগে গরুর মাংস খেয়েছি কিনা তা জানতে চাওয়া হয়। উত্তরে না বলা সত্বেও নিস্তার মেলেনি আমাদের।'

এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গৌ-রক্ষক কমিটির সদস্যদের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ২৪ আগস্ট মেওয়াটের গ্রামের বাড়িতে ২০ বছরের এক যুবতী ও তার ১৪ বছরের বোনকে গণধর্ষণ করা হয়। যুবতীর কাকা-কাকিমাকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের ।

http://www.ittefaq.com.bd/world-news/2016/09/11/84230_print.html

গরুর মাংস খাওয়ার 'শাস্তি' গণধর্ষণ

ভারতে গরুর মাংস খাওয়ার অজুহাতে ক্ষমতাসীন দলের পাণ্ডাদের বর্বরতা দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। হারিয়ানার মুসলিম অধ্যুষিত জেলা মেওয়াটে এবার গরুর মাংস খেয়েছে সন্দেহে একদল ধর্মীয় উগ্রবাদী এক নারী (২০) ও তার তার চাচাতো বোনকে গণধর্ষণ করেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রোববার প্রকাশ করেছে এনডিটিভি।

ধর্ষণের পর তারা জানায়, এটা গরুর মাংস খাওয়ার শাস্তি। দিল্লীতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই দুই নারী তাদের ওপর পাশবিক নির্যাতনের বর্ননা দেন।

তারা জানান, গত ২৪ আগস্ট একদল লোক তাদের বাড়িতে ঢুকে তার চাচা-চাচিকে বেঁধে ফেলে। এরপর তাদের সামনেই দু'বোনকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। এ বর্বতার প্রতিবাদ করায় তার চাচা-চাচিকে পিটিয়ে হত্যা করে ধর্ষকের দল। এ ঘটনার পর ওই ধর্মীয় উগ্রবাদীদের ভয়ে মুখ খোলেননি।

বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এমন দোহাই দিয়ে হিন্দুদের অস্ত্র হাতে লড়াইয়ের হুমকি।

http://www.jugantor.com/online/international/2016/09/11/24906/print

হিন্দুদের হাতে অস্ত্র তুলে নেওয়ার সময় এসেছে: সুরেন্দ্র জৈন

হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা ।

শনিবার কলকাতায় মহাজাতি সদনে এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন এ আহ্বান জানায়। সে বলে,‘দেশের বিভিন্ন স্থান এবং পড়শী রাষ্ট্র বাংলাদেশের হিন্দুরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। তাই আর ভয় নয়, এবার দেখাতে হবে পরাক্রম বা সাহস। এই আক্রমণকে প্রতিহত করতে বাড়িতে বাড়িতে মজুত লাঠি, অস্ত্র তুলে পাল্টা আক্রমণে নামতে হবে। ভিটে থেকে ভয়ে উৎখাত হওয়ার সময় শেষ। এবার দরকার মারমুখি আক্রমণ।’

http://www.dainikjugasankha.in/index.php?city=3&edition=11092016

'Rapists asked if I eat beef,' Alleges Haryana woman

Published on Sep 11, 2016

Almost two weeks after two women were gang-raped in Mewat, one of them has alleged that the attackers asked her if she ate beef. "They asked if we eat beef. We said we don't, but they insisted we did. Then they said we're hurting you before so you don't and that if we tell anyone we'll will be insulted," the woman said in presence of activist Shabnam Hashmi in Delhi.

https://www.youtube.com/watch?v=2JCFDuuRexM

বিষয়: বিবিধ

৩২৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377459
১২ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:০২
হতভাগা লিখেছেন : মোদি আসার পর হিন্দুরা বেশ আমোদিত হয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File