অভিযোগ কি 71 না ইসলাম ????
লিখেছেন লিখেছেন বিভীষিকা ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫৮:১৮ রাত
Courtesy: Abul Hashem Molla
মুনাফিকরা কখনো 'ইসলামের' বিরোধিতা করে না। ইসলামের বিরোধিতা করে কাফের নাস্তিকেরা। কারণ যে প্রকাশ্যে বিরোধিতা করে সে তো কাফের-ই। যেমন কেউ যদি বলে, "কুরআন মনগড়া কাহিনী" "পরকাল বলতে কিছুই নাই, এগুলো সব ধর্মান্ধতা" "মুহাম্মদ সন্ত্রাসী ছিলেন" (নাউযুবিল্লাহ ) এ জাতীয় কথা যারা বলে, তারা যে বেঈমান, কাফের এ ব্যাপারে কোন মুসলমানের সামান্যতমও সন্দেহ, সংশয় নেই।
হ্যা! মুনাফিকরা বড়ই ধুরন্ধর, চরম পর্যায়ের প্রতারক। তারা সরাসরি 'ইসলামের' বিরোধিতা করে না, বরং তারা 'ইসলামী ব্যাক্তিত্বের' বিরোধিতা করে। যাতে জনসমক্ষে এটা প্রমাণ করানো যায় যে, "দেখ! আমরা ইসলাম বিরোধী নই, বরং যারা ইসলামের নাম নিয়ে কুকর্ম করছে আমরা তাদের বিরোধী।" অসাধারণ! যুক্তিগ্রাহ্য কথা।
অনেক ধর্মীয় ব্যাক্তিত্বকে দেখেছি, যারা খুব পরাজিত মানসিকতা নিয়ে আমতা আমতা করে বলেন, "ইসলামী শাসন দাবি করে এ কারণে ফাঁসি হলে আপত্তি থাকতো না, কিন্তু গায়ের মধ্যে 71 লেগে গেল, এ লজ্জা ঢাকব কেমনে?"
আল্লাহর কসম করে বলি, যারা এমন মানসিকতা লালন করেন, তারা কুরআনকে নবী (স) এর মত না বুঝে, নিজের মনমতো বুঝেছেন।
আচ্ছা বলুন তো দেখি! ইউসুফ ( আ) কে যখন জেলে ঢোকানো হয়েছিল, তখন কি বলা হয়েছে 'তুমি যেহেতু ইসলাম ইসলাম কর, যাও জেলে যাও।" না, এই জাতীয় কোন কথাই হয়নি, বরং তাঁকে নির্জলা ধর্ষনের অভিযোগ দিয়ে জেলে পাঠানো হয়েছে ।
আচ্ছা! হযরত আয়েশা (রা) এর বিরুদ্ধে যখন অভিযোগ তোলা হয়েছে, তখন কি একথা বলা হয়েছে? "তুমি নবীর স্ত্রী তাই তোমার রক্ষা নাই" না, এমন বলা হয়নি বরং ইবনে উবাইর নেতৃত্বে সিন্ডিকেট নিউজ প্রচার করে তাকে নির্লজ্জ মিথ্যাচার করে চরিত্রহীন আখ্যা দেয়া হয়েছে। (দেখুন সূরা নূরের 11 নং আয়াত )
মূসা (আ) যখন ফেরাউনী আইনের বিরোধিতা করেছেন, আপনি কি জানেন? ফেরাউন কি তখন ধর্মের বিপক্ষে ছিল? অসম্ভব! দেখুন ফেরাউন কেমন ধার্মিক ছিল- "তোমরা আমাকে ছাড়, মুসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার রবকে, আমি আশংকা করছি সে তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিবে।" (সূরা গাফির :26)
লূত ( আ) এর জাতি যখন নির্লজ্জ সমকামিতায ব্যস্ত, তিনি তার প্রতিবাদ করলেন। তারা কি বলেছে, তোমার ধর্ম আমাদের ভালো লাগে না? না, তা বলেনি, বরং বলেছে, "লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা পাক-পবিত্র সাজতে চায়।" (সূরা নামল : 56)
এবার আসুন আগের প্রসংগে।
মেজর জলিল কি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন না? কেন তাকে কারান্তরীন করা হয়েছিল? তিনি কি ভয়ংকর মানবতাবিরোধী ছিলেন?
মুফতি আমিনী সাহেবকে কেন গৃহবন্দী অবস্থায় মৃত্যু বরণ করতে হলো? তিনি কি যুদ্ধাপরাধী ছিলেন?
আল্লামা শফী সাহেবকে কেন তেঁতুল হুজুর বলা হলো? তিনি কি রাজাকার ছিলেন?
ড: মুরসি কি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছিলেন না? তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান হলো। গণতন্ত্রের মানসকন্যা অভ্যুত্থানের বিপক্ষে কোনো বিবৃতি দিয়েছিলেন, এমন কোন ডকুমেন্ট কেউ কি দেখাতে পারবেন?
সমস্যা একটাই, আর তা হলো ইসলাম! ইসলাম! ইসলাম !!
ছোট্ট একটা বাস্তব ঘটনা দিয়ে শেষ করছি -
হোস্টেল/ মেস জীবনের অভিজ্ঞতা 17 বছর ধরে চলছে। একবার কোন এক হোস্টেলের কতৃপক্ষের নিকট দাবি জানানো হলো, খাবারের পরিমাণ বাড়াতে হবে। পরিচালক বললেন, ভাত ডাল সব ই তো উন্মুক্ত । আর কি বাড়াবো? একথা বলে তিনি স্মীত হেসে বললেন, তবে তরকারির পরিমাণটা একটু কম-ই।
তরকারি সীমিত হলে যে ভাত খাওয়া বাধাগ্রস্থ হবে, তা কি আর ব্যাখ্যা করে বুঝানো লাগে?
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব কাজ করে উনারা কখনই ক্ষমা চান নি , উল্টো গর্ব করেছেন --
উনাদের ফাঁসি হয়ে যাবার পর আপনারা যারা বলতে চাচ্ছেন যে, উনারা বেহেশতের পাখি হয়ে বেহেশতের বাগানে ঘুরে বেড়াচ্ছেন - আপনারা কি নিশ্চিত যে যাদেরকে আপনাদের লিডাররা ৭১ এ মেরেছিল বা মারতে সাহায্য করেছিল তাদের ওয়ারিশেরা আপনাদের নেতাদের ক্ষমা করে দিয়েছে ?
বান্দার হক বান্দা যদি মাফ না করেন সেটা কি আল্লাহ মাফ করে দেবেন ?
ইসলামমনষ্ক বাংলাদেশী মানুষদের মন আপনারা সহজেই পেতে পারতেন । কিন্তু আপনাদের বেশ কিছু বেসিকে গন্ডগোল আছে ।
আপনাদের জন্য ইসলামের বদনাম হচ্ছে বেশী ।
Thanks.
মন্তব্য করতে লগইন করুন