যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু। তাহলে বাংলাদেশের বন্ধুরা কি সীমান্তে পাখি শিকার করে ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৫:৪৬ দুপুর



যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু: আমু

আমির হোসেন আমু ঘোষণা দিয়েছেন, “যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু।”

গত ১৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ দাবি করে নিজেদের বিজয় দিবস পালন করে। এ নিয়ে যখন বাংলাদেশের মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছে তখন আমু এমন মন্তব্য করলেন।

অবশ্য এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরের আগের দিন গত ৫ জুন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধীদের কোনো ঠাঁই নেই। এর ছয় মাস পর আমু ভারত বিরোধীদের বাংলাদেশের শত্রু ঘোষণা করলেন।



ভারত বিরোধীদের বাংলার মাটিতে ঠাঁই নেই: সুরঞ্জিত




আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধীদের কোনো ঠাঁই নেই।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমরা এখন সবাই একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি - বিনা ভোটের অনির্বাচিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

কেন এত ভারত প্রীতি ? বাংলাদেশ কি ভারতের নতজানু হয়েই থাকবে ?

যে রামপালের ভয়াবহ দুষণের কারণে প্রকল্প ভারতের সুপ্রিম কোর্ট সেটা ভারতে নিষিদ্ধ করে। সেই সুন্দর বন ধ্বংস করে রামপাল। সড়ক , নৌ ট্রানজিট নিয়েই গেল ভারত। [b]মাত্র এক রুপি সেবা মূল্যে বাংলাদেশের উপর ভারতের লরি।
তার পর বাংলাদেশের কেউ কিছু বলতে পারবেন না। প্রতিবাদ করেই আওয়ামীলীগ বলবে যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু।



১৯৭১ সালে আওয়ামীলীগের নেতাদের কি অতীতের মৌজ ফুর্তির প্রতিদান [/b]



সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, তার নিজের লিখা বই -

১৯৭১ সালে সারা জাতি যখন মুক্তি যোদ্ধ করছে , ঠিক তখন ভারতে বাংলাদেশের প্রবাসী সরকারের মন্ত্রীরা তাস খেলে অলস সময় পার করেন। আওয়ামীলীগের নেতারা ভারতে বসে আনন্দ ফুর্তি করছিলেন। আর সেই সময় বাংলাদেশের জনগণ লড়াই করে যাচ্ছিল। ভারতে পালিয়ে যাওয়া সেই নেতারা দেশ স্বাধীনের পর হয়ে যান মুক্তিযোদ্ধা।

বিষয়: বিবিধ

২৫৮৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354718
২০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
354722
২০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
কুয়েত থেকে লিখেছেন : যারা জাতির নির্বাচিত প্রতিনিধী হয়েও দেশের জনগণকে যুদ্ধের ময়দানে নিক্ষেপ করে তারাই নিরাপ আশ্রয়ে বসে বেকার যুবকদের মত বসে তাস খেলায় মত্ত হতে পারে, সে জাতির ভাগ্য অনেক দুঃখ্য দুর্দশা তো থাকবেই। আওয়ামীরা কি দেশ প্রেমিক..? ওরা দেশের শত্রু..! কলকাতাও উন্নত হতে পারেনি নাস্তিকদের কারনে। সেখানেও ওরা বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকেও ওরা বিতাড়িত হবে। ইনশা'আল্লাহ আপনাকে ধন্যবাদ
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৩৫
294590
মাহফুজ মুহন লিখেছেন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্থান যুদ্ধ বলে চালু করেছে , এর পর ?

ভারতীয় হাইকমিশন ঘেরাও করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারবেন কি?
ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারবেন কি?

চেতনার পোশাকের কথিত চেতনার ব্যবসায়ীরা চুপ কেন ?

ভারতের বিজয় হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ করেছেন কি ?

MOney Eyes এখন কি ভারতের সাথে সকল চুক্তি বাতিলের দাবি জানাবে চেতনার ফেরিয়ালারা ?

সেক্টর কমান্ডারস ফোরাম,, ঢাকা বিশ্ব বিদ্যালয় সিন্ডিকেট এখনো মুখে তালা দিয়ে চুপ কেন ?

ভারতের এই অপকর্মের প্রতিবাদ করার কি সাহস নাই ?
354725
২০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৬
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : পাকিস্তান
এলার্জি , কিন্তু
ভারত না।
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৩৮
294591
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামীলীগের নেতারা ভারতে বসে আনন্দ ফুর্তি করছিলেন। আর সেই সময় বাংলাদেশের জনগণ লড়াই করে যাচ্ছিল। ভারতে পালিয়ে যাওয়া সেই নেতারা দেশ স্বাধীনের পর হয়ে যান মুক্তিযোদ্ধা।
354739
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি বলব, বাকরুদ্ধ! আপনাকে অনেক ধন্যবাদ সাধারণ মানুষের কাছে অজানা, অথচ সত্য বিষয়গুলো তুলে ধরার জন্য।
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৩৮
294592
মাহফুজ মুহন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ
354745
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৩
শেখের পোলা লিখেছেন : বাংলার মুসলীম তৈরী থাক৷ পালাবার পথ পাবেনা৷ আবার তোমাদের ঘুম পাড়াবার ব্যবস্থা হচ্ছে৷
আপনাকে ধন্যবাদ৷
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৩৮
294593
মাহফুজ মুহন লিখেছেন : :Thinking
354757
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বন্ধূ বলেই তো টার্গেট প্র্যাকটিস করে!!!
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৪২
294594
মাহফুজ মুহন লিখেছেন : জমিদার-নীলকরদের অত্যাচার থেকে মুক্তির জন্য ‘তিতুমীরের বাঁশের কেল্লা’ এবং হিন্দু জমিদারদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি । এর পর আওয়ামীলীগের ইন্ডিয়া দালালি ।
354771
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :
আওয়ামীলীগের আসল রূপ এখনো অনেকে জানেনা তা জানানোর জন্য এসব বাচালদের মুখ থেকে কথা বের হওয়া সময়ের দাবি।
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৪৩
294595
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামীলীগের সেই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা
354786
২১ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০১
বিবেক নাই লিখেছেন : ভারত প্রেমি দের দিল্লী চলে যেতে বলব কারন আমরা বাংলাদেশী। দেশপ্রেম যাদের কাছে নেই তাঁরাই ভারত প্রেমি। অতএব তাদের দেশে থাকার অধিকার নাই।
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৪
294734
মাহফুজ মুহন লিখেছেন : ভারত প্রেমি দের দিল্লী চলে যেতে বলব কারন আমরা বাংলাদেশী।Applause
354919
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৩৭
কাঁচের বালি লিখেছেন : যারাই আজ ভারতপ্রেমী তারাই আজ দেশপ্রেমী।
আসল দেশপ্রেমি্কের মুল্যায়ন কোথায় ?

২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৫
294735
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামীলীগের আসল রূপ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File