যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু। তাহলে বাংলাদেশের বন্ধুরা কি সীমান্তে পাখি শিকার করে ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৫:৪৬ দুপুর
যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু: আমু
আমির হোসেন আমু ঘোষণা দিয়েছেন, “যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু।”
গত ১৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ দাবি করে নিজেদের বিজয় দিবস পালন করে। এ নিয়ে যখন বাংলাদেশের মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছে তখন আমু এমন মন্তব্য করলেন।
অবশ্য এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরের আগের দিন গত ৫ জুন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধীদের কোনো ঠাঁই নেই। এর ছয় মাস পর আমু ভারত বিরোধীদের বাংলাদেশের শত্রু ঘোষণা করলেন।
ভারত বিরোধীদের বাংলার মাটিতে ঠাঁই নেই: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধীদের কোনো ঠাঁই নেই।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমরা এখন সবাই একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি - বিনা ভোটের অনির্বাচিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
কেন এত ভারত প্রীতি ? বাংলাদেশ কি ভারতের নতজানু হয়েই থাকবে ?
যে রামপালের ভয়াবহ দুষণের কারণে প্রকল্প ভারতের সুপ্রিম কোর্ট সেটা ভারতে নিষিদ্ধ করে। সেই সুন্দর বন ধ্বংস করে রামপাল। সড়ক , নৌ ট্রানজিট নিয়েই গেল ভারত। [b]মাত্র এক রুপি সেবা মূল্যে বাংলাদেশের উপর ভারতের লরি। তার পর বাংলাদেশের কেউ কিছু বলতে পারবেন না। প্রতিবাদ করেই আওয়ামীলীগ বলবে যারা ভারতের শত্রু, তারা বাংলাদেশেরও শত্রু।
১৯৭১ সালে আওয়ামীলীগের নেতাদের কি অতীতের মৌজ ফুর্তির প্রতিদান [/b]
সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, তার নিজের লিখা বই -
১৯৭১ সালে সারা জাতি যখন মুক্তি যোদ্ধ করছে , ঠিক তখন ভারতে বাংলাদেশের প্রবাসী সরকারের মন্ত্রীরা তাস খেলে অলস সময় পার করেন। আওয়ামীলীগের নেতারা ভারতে বসে আনন্দ ফুর্তি করছিলেন। আর সেই সময় বাংলাদেশের জনগণ লড়াই করে যাচ্ছিল। ভারতে পালিয়ে যাওয়া সেই নেতারা দেশ স্বাধীনের পর হয়ে যান মুক্তিযোদ্ধা।
বিষয়: বিবিধ
২৫৮৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতীয় হাইকমিশন ঘেরাও করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারবেন কি?
ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারবেন কি?
চেতনার পোশাকের কথিত চেতনার ব্যবসায়ীরা চুপ কেন ?
ভারতের বিজয় হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ করেছেন কি ?
এখন কি ভারতের সাথে সকল চুক্তি বাতিলের দাবি জানাবে চেতনার ফেরিয়ালারা ?
সেক্টর কমান্ডারস ফোরাম,, ঢাকা বিশ্ব বিদ্যালয় সিন্ডিকেট এখনো মুখে তালা দিয়ে চুপ কেন ?
ভারতের এই অপকর্মের প্রতিবাদ করার কি সাহস নাই ?
এলার্জি , কিন্তু
ভারত না।
আপনাকে ধন্যবাদ৷
আওয়ামীলীগের আসল রূপ এখনো অনেকে জানেনা তা জানানোর জন্য এসব বাচালদের মুখ থেকে কথা বের হওয়া সময়ের দাবি।
আসল দেশপ্রেমি্কের মুল্যায়ন কোথায় ?
মন্তব্য করতে লগইন করুন