১০টি পিচ সম্বলিত আরো একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে বাংলাদেশে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৯:২৭ বিকাল



ক্রিকেটের উন্নতির স্বার্থে প্রচেষ্টার কমতি নেই বাংলাদেশ সরকারের। এবার প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরো একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম। ২১ কোটি টাকার এ স্টেডিয়ামটি তৈরি হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশে। আউটার এ স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে শহরের লাক্কাতুরা এলাকায় মূল স্টেডিয়ামের পাশে আট একর জমি অধিগ্রহণ করা হয়েছে। দশটি পিচ সম্বলিত এই স্টেডিয়াম তৈরিতে মাঠ সংকট অনেকটাই কাটিয়ে উঠা সম্ভব হবে বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীদের। মাশরাফিদের ক্রিকেট খেলা মানে বাংলার একটি আনন্দ উৎসব। এগিয়ে যাও বাংলাদেশ।



বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354723
২০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৭
সঠিক ইসলাম লিখেছেন : পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য একদল খৃষ্টান আন্দলন করতেছে আর আমরা তাদের বিরোধীতা করতেছি,যদি তারা স্বাধীন হতে পারে তবে আমরা হয়ে যাব যুদ্ধাপরাধি তারা হবে মুক্তিযুদ্ধা ঠিক তেমনি পূর্ব পাকিস্তান স্বাধীন হতে না পারলে জামাত হত মুক্তিযুদ্ধা আর আমাদের মুক্তিযুদ্ধারা হত রাজাকার। তাই যুদ্ধ করলেই মনবতা বিরোধী অপরাধী হয়ে যায় না, যুদ্ধ মানেই মারামারি, ফূল ছোড়াছোড়ি নয়। তবে হা যারা মানবতাবিরোধী অপরাধ করবে তাদের বিচার হওয়া আবশ্যক, কিন্তু জামায়াত কোন মানবতা বিরোধী অপরাধ করেনি, আওমিলিগের দলীয় ট্রাইবুনাল তা প্রমানও করতে পারেনি। তবে এটা সত্য যে পাকিস্তানী আর্মী মানবতা বিরোধী অপরাধ করেছিল, কিন্তু তারা যে অপরাধ করেছিল তার চাইতে কয়েকশত গুন বেশী অপরাধ করেছে স্বাধীনতাপরবর্তী ৪৩ বছরে প্রত্যক
২০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৮
294551
সঠিক ইসলাম লিখেছেন : দু:খিত ভুল জায়গায় মন্তব্যটি পড়ে গেছে, মুেছে দিন দয়া করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File