ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ নিষিদ্ধ কবে ? পাকিস্তান এলার্জি , কিন্তু রবীন্দ্রনাথ না।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ ডিসেম্বর, ২০১৫, ০২:১৭:৩৮ দুপুর



পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

newspaper

https://shar.es/1Gu9qL

মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর দায় অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক।



ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ নিষিদ্ধ কবে ? পাকিস্তান এলার্জি , কিন্তু রবীন্দ্রনাথ না।



রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অর্থাৎ জন্মেরই বিরোধিতা করেছিলেন ।

সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক কিছু বলবেন কি ?

রাষ্ট্রই যখন যে দায়ভার নিয়ে পররাষ্ট্র বিষয়ে কথা বলবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক একটু বেশি চেতনা বানিজ্য করে ফেললেন না ?

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করার বিরোধিতা যে করেছেন , তার কথা কেন গায়েব ? কেন নিরবতা ?

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354249
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের কাছ থেকে ধার করা । উনাকে অস্বীকার করার জো বাংলাদেশের কারোরই হবে না ।
354268
১৬ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় পদার্থবিদ্যা বিভাগ শ্রিঘ্রই বন্ধ করবে। কারন পদার্থবিদ্যার শক্তির নিত্যতার সংক্রান্ত ব্যাসিক সুত্র পাকিস্তানি ডঃ আবদুস সালাম এর আবিস্কার। এছাড়া উর্দু ও বাদ দিতে হবে। ফজলুল হক হল এর নাম ও বাদ দিতে হবে কারন উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রি ছিলেন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File