ইসলামিক ফাউন্ডেশন, আর নায়িকা পরিমনি

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ অক্টোবর, ২০১৫, ০২:২৬:০৯ দুপুর



বাংলাদেশে সেরা নায়িকা পরিমনি যার প্রথম ছবি অশ্লীলতার কারনে সেন্সর বোড আটকে দিয়ে ছিল…।

ইসলামিক ফাউন্ডেশনের শামীম সাহেব দেশের মানুষকে ফতোয়া দেন পিচ টিভি না দেখার জন্য জামায়াত ইসলাম , ইসলাম নয় ।

কোরানের এই আয়াত গুলোর বাংলা অথ্ জানেনা….?

আল্লাহ তা‘আলা বলেন, ‘আর মুমিন নারীদেরকে বল, তারা তাদেরদৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে।’ (সূরা আন-নূর, আয়াত : ৩১)

পরিশেষ বলতে হয়, চোখ কান খোলা নাগরিক বলতেই জানেন, সমাজে আজ নারীর নিরাপত্তা বলে কিছু নেই। স্কুল, কলেজ, যানবাহন, কর্মস্থল থেকে নিয়ে কোথাও নিরাপদ নয়। যত তিক্ত মনে হোক আজ এ সত্য আমরা কিছুতেই অস্বীকার করতে পারব না যে সমাজে নারীদের এহেন দুরাবস্থার জন্য দায়ী প্রধানত কারা দায়ী…

কারা আপনারাই চিন্তা করুন…!শামীম আফজালের মত সুবিধাবাদী ধম্ ব্যবসায়ী মাজার পূজারী ধমের অপব্যাখা কারী ভন্ডদের কাছ থেকে নিজেকে এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করা ।

সুত্র লিংক - Bijoysangbad - বাবা ইসলামিক ফাউন্ডেশনে, আর মেয়ে নায়িকা পরিমনির একি হাল!: http://www.bijoysangbad.com/27364#.VjMoJAq5j_2

কার মেয়ে সেটা মূল বিষয় নয় , এত অশ্লীল পোশাকের একটি মেয়ের সামনে ইসলামিক ফাউন্ডেশনকে উপস্থাপন করে মিস্টার আফজাল ইসলামিক ফাউন্ডেশন কে অবমাননা করেছেন। তিনি কি তাহলে জমির চাচার মত হয়ে গেলেন ?

ইসলামিক ফাউন্ডেশনের শামীম সাহেব দেশের মানুষকে ফতোয়া দেন পিচ টিভি না দেখার জন্য।

ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম আফজালের সাহেব ও নায়িকা পরিমনি





তাহলে কি অশ্লীল টিভি দেখাকে উত্সাহিত করার কাজটি নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মিস্টার শামীম ?

বিষয়: বিবিধ

১০৯৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347818
৩০ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৭
হতভাগা লিখেছেন : শামীম কি পরী মনির বাবা ?

শুনেছি - সবচেয়ে কঠিন শাস্তি নাকি হবে এক বিশেষ ধরনের আলেমদের
৩০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩২
288780
রক্তলাল লিখেছেন : এটা আলেম কে বলল?

বাংলা শব্দের বিপরীতে আরবি শব্দ বসিয়ে দিলেই ইসলামিক হয়ে যায়?

এই লোকের ইলম আছে যার জন্য আলেম ডাকেন?

ইলম থাকা দুরের কথা জানোয়ার ছাড়া আর কিছু এই লোক হতে পারে না।

টাকার জন্য জনগোষ্ঠীর বিশ্বাস, সংস্কৃতি - সর্বোপরি যে স্রষ্টা আর দেয়া বিধান নিয়ে এরকম শয়তানি প্রতারণা করে যাচ্ছে সে চরম অনৈতিক জানোয়ার।




347821
৩০ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার কেন জানি মনে হয় সরকার ইচ্ছে করেই বেছে বেছে এই ইসলামের দুশমনদের ইসলামের বদনাম করার জন্য নিয়োগ দিয়েছেন...!তাইলে সরকার ইচ্ছে করেই আল্লাহর সাথে ফাজলামো করছেন....,আল্লাহ যেদিন থেকে সরকারের সাথে ফাজলামো শুরু করবেন সেদিন সরকার বুঝবেন কত বড় ভুল সরকার করেছিলেন...। আল্লাহ এই ধরনের ফেতনা থেকে দেশের নিরিহ মানুষকে রক্ষা করুক....আমীন।
347825
৩০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৫
রক্তলাল লিখেছেন : হাসিনা কি ইসলাম নিয়ে কম ফাজলামী করছে?

সব নাস্তিক ইসলামবিদ্বেষী দিয়ে কেবিনেট ভরে রেখেছে, এগুলো কি কাকতালীয়?


347827
৩০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইমাম প্রশিক্ষন এ নাচগানের আয়োজন করেন যিনি!!!!!!!!! আর কি হইতে পারে তার পরিবার!!
347829
৩০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
জেদ্দাবাসী লিখেছেন : আপনি কি সিওর এই লোকটা শামীম আফজাল? চেহেরা দেখতে এক হলেও অনেকেই নেটে লিখেছেন এটা শামীম আফজাল নয়। ধন্যবাদ
347831
৩০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
শেখের পোলা লিখেছেন : বাংলা দেশের ৯০% মুসলীমের দূর্গতি শেষ হতে সময় লাখবে৷ জাগো মুসলীম জাগো৷
347836
৩০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যতক্ষন না মুসলমানদের ঘুম ভাঙ্গছে ততক্ষন এই আলেমদের রাজত্ব চলতেই থাকবে
ধন্যবাদ
347856
৩০ অক্টোবর ২০১৫ রাত ১১:১৭
সত্যলিখন লিখেছেন :
348290
০৩ নভেম্বর ২০১৫ রাত ০২:১৮
কাঁচের বালি লিখেছেন : আসলেই আমাদের দেশের বর্তমান অবস্থা দেখে চরম লজ্জিত হই সাথে অবাক ও হই ! সুন্দর একটা পোস্ট পড়লাম ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File