ইসলামিক ফাউন্ডেশন, আর নায়িকা পরিমনি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ অক্টোবর, ২০১৫, ০২:২৬:০৯ দুপুর
বাংলাদেশে সেরা নায়িকা পরিমনি যার প্রথম ছবি অশ্লীলতার কারনে সেন্সর বোড আটকে দিয়ে ছিল…।
ইসলামিক ফাউন্ডেশনের শামীম সাহেব দেশের মানুষকে ফতোয়া দেন পিচ টিভি না দেখার জন্য জামায়াত ইসলাম , ইসলাম নয় ।
কোরানের এই আয়াত গুলোর বাংলা অথ্ জানেনা….?
আল্লাহ তা‘আলা বলেন, ‘আর মুমিন নারীদেরকে বল, তারা তাদেরদৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে।’ (সূরা আন-নূর, আয়াত : ৩১)
পরিশেষ বলতে হয়, চোখ কান খোলা নাগরিক বলতেই জানেন, সমাজে আজ নারীর নিরাপত্তা বলে কিছু নেই। স্কুল, কলেজ, যানবাহন, কর্মস্থল থেকে নিয়ে কোথাও নিরাপদ নয়। যত তিক্ত মনে হোক আজ এ সত্য আমরা কিছুতেই অস্বীকার করতে পারব না যে সমাজে নারীদের এহেন দুরাবস্থার জন্য দায়ী প্রধানত কারা দায়ী…
কারা আপনারাই চিন্তা করুন…!শামীম আফজালের মত সুবিধাবাদী ধম্ ব্যবসায়ী মাজার পূজারী ধমের অপব্যাখা কারী ভন্ডদের কাছ থেকে নিজেকে এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করা ।
সুত্র লিংক - Bijoysangbad - বাবা ইসলামিক ফাউন্ডেশনে, আর মেয়ে নায়িকা পরিমনির একি হাল!: http://www.bijoysangbad.com/27364#.VjMoJAq5j_2
কার মেয়ে সেটা মূল বিষয় নয় , এত অশ্লীল পোশাকের একটি মেয়ের সামনে ইসলামিক ফাউন্ডেশনকে উপস্থাপন করে মিস্টার আফজাল ইসলামিক ফাউন্ডেশন কে অবমাননা করেছেন। তিনি কি তাহলে জমির চাচার মত হয়ে গেলেন ?
ইসলামিক ফাউন্ডেশনের শামীম সাহেব দেশের মানুষকে ফতোয়া দেন পিচ টিভি না দেখার জন্য।
ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম আফজালের সাহেব ও নায়িকা পরিমনি
তাহলে কি অশ্লীল টিভি দেখাকে উত্সাহিত করার কাজটি নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মিস্টার শামীম ?
বিষয়: বিবিধ
১০৯৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনেছি - সবচেয়ে কঠিন শাস্তি নাকি হবে এক বিশেষ ধরনের আলেমদের
বাংলা শব্দের বিপরীতে আরবি শব্দ বসিয়ে দিলেই ইসলামিক হয়ে যায়?
এই লোকের ইলম আছে যার জন্য আলেম ডাকেন?
ইলম থাকা দুরের কথা জানোয়ার ছাড়া আর কিছু এই লোক হতে পারে না।
টাকার জন্য জনগোষ্ঠীর বিশ্বাস, সংস্কৃতি - সর্বোপরি যে স্রষ্টা আর দেয়া বিধান নিয়ে এরকম শয়তানি প্রতারণা করে যাচ্ছে সে চরম অনৈতিক জানোয়ার।
সব নাস্তিক ইসলামবিদ্বেষী দিয়ে কেবিনেট ভরে রেখেছে, এগুলো কি কাকতালীয়?
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন