গার্মেন্টস শিল্পকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশের সাইকেল রপ্তানি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ অক্টোবর, ২০১৫, ০৪:৩১:৪২ বিকাল



স্বাধীনতার উত্তরোত্তর বাংলাদেশের অর্থনীতি চাকার গতি বেড়ে চলেছে। একটা সময় ছিলো যখন নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটানোর জন্য ছিলো না অর্থের যোগান, ছিলো না শক্ত উৎপাদন ব্যবস্থা। এখন বাংলাদেশে গড়ে উঠেছে অনেক শিল্প যা দেশের চাহিদা পূরন করে বাইরের চাহিদা মিটাতে এগিয়ে যাচ্ছে। রপ্তানি আয় বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। বিদেশে বাংলাদেশে উৎপাদিত সাইকেলের চাহিদা বাড়ছে। ইউরোপের বাজারে সাইকেল রপ্তানিতে শীর্ষ পাঁচ দেশের অন্যতম বাংলাদেশ। সাইকেল পরিবেশবান্ধব হওয়ায় জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের রপ্তানিতে নতুন আশার সঞ্চার করেছে সাইকেল। চলতি ২০১৪-১৫ অর্থবছরে প্রায় এক হাজার কোটি টাকা আসবে বাইসাইকেল রপ্তানি থেকে। আমরা যে দামে সাইকেল রপ্তানি করতে পারব, তা অন্য কোন দেশ পারবে না। আমাদের দেশে শ্রমের মজুরি কম। মানের দিকটি মাথায় রেখে এ সুযোগ আমাদের কাজে লাগাতে পারলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকেও অতিক্রম করতে শুধু সময়ের ব্যাপার মাত্র। ১৯৯৫-৯৬ অর্থবছরে তাইওয়ানের কোম্পানি আলিতা বাংলাদেশ লিমিটেড স্বল্প পরিসরে বাংলাদেশ থেকে বাইসাইকেল রপ্তানি শুরু করে। পরে এ ধারায় যুক্ত হয় মেঘনা গ্রুপ। বর্তমানে দেশের মোট বাইসাইকেল রফতানির প্রায় ৯০ শতাংশই রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। মেঘনা গ্রুপ ছাড়াও জার্মান-বাংলা, আলিতা ও নর্থবেঙ্গল নামক প্রতিষ্ঠানগুলো ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে তাদের কারখানা থেকে উৎপাদিত সাইকেল বিদেশে রপ্তানি করছে।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347842
৩০ অক্টোবর ২০১৫ রাত ০৮:০০
রক্তলাল লিখেছেন : আর কইস না। বাংলাদেশ অলরেডি সুইডেন।

কিন্তু ভারতের ধুতির নীচে থেকে কোথাও যাবার সম্ভাবনা almost zero.

গার্মেন্টস থেকে সাইকেল রফ্তানীতে এগিয়ে যাবে কারণ গার্মেন্টসকে তলানীতে নিয়ে আসা হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File