ভারতে গরুর মাংস খেয়েছে গুজবকে কেন্দ্র করে এক মুসলিমকে পিটিয়ে হত্যা!

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৫:৫৪ দুপুর



ভারতে গ্রামের এক মুসলিম পরিবার গরুর মাংস খেয়েছে গুজবকে কেন্দ্র করে এক মুসলিমকে পিটিয়ে হত্যা!

In Dadri, mob kills man, injures son over ‘rumours’ they ate beef

https://shar.es/17E2Cj

In Dadri, a daughter asks: ‘if it’s not beef, will they bring back my dead father?’

https://shar.es/17E2lj

Senior Superintendent of Police (SSP), Gautam Buddh Nagar, Kiran S, said “preliminary investigations revealed that an announcement was made from the temple” about the family consuming beef.

গ্রামের এক মুসলিম পরিবার গরুর মাংস খেয়েছে এই গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ গ্রামবাসী মোহাম্মদ আখলাকের বাড়ি ঘেরাও করে। তারা ওই বাড়িতে প্রবেশ করে প্রথমে সেখানে ভাঙচুর চালায়। এরপর আখলাক এবং তার ২২ বছরের ছেলেকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে আনে বিক্ষুব্ধ জনতা।তারা তাদের রাস্তায় ফেলে ইট দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মারা যান আখলাক। পরে পুলিশ এসে তার আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় পুলিশ কর্মকর্তা এস কিরণ বলেছেন,‘গরুর মাংস খাওয়ায় গ্রামের লোকজন আখলাক ও তার ছেলেকে পিটিয়েছে।

এটি পুরোটাই ছিল গুজব। গুজব শুনেই গ্রামের লোকজন তার নিরীহ বাবাকে হত্যা করেছে। সে জানায়, ঘটনার দিন তাদের বাড়িতে গরুর মাংস নয়,খাসি রান্না করা হয়েছিল। পরে পুলিশ তাদের ফ্রিজ থেকে মাংস জব্দ করে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।

এনডিটিভি প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ আসার পরও আখলাক ও তার ছেলেকে ছাড়েনি গ্রামবাসী। পুলিশের সামনেই তারা বাপবেটাকে পিটিয়েছে।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343824
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৪
হতভাগা লিখেছেন : সারা বিশ্বে গো-মাংশ রপ্তানীতে প্রথম ভারত নিজের দেশের লোকদের গো-মাংশ খেতে দিতে না চাইলেও বাইরে বিক্রি করে । কারণ দেশের লোকেরা বাইরের লোকদের মত পয়সা দিতে পারবে না ।

সমস্যা এখানেই
343826
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত ভাই অনেক পুরান ঘটনা। খুসবন্ত সিং তার আত্মজিবনি তে সেই ১৯৪৭-৪৮ সালে এমন ঘত্নার কথা লিখেছিলেন।
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০২
285228
মাহফুজ মুহন লিখেছেন : নতুন ঘটনা।
In Dadri, mob kills man, injures son over ‘rumours’ they ate beef https://shar.es/17E79y

September 30, 2015
২৯-সেপ্টেম্বর-২০১৫
343851
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
শেখের পোলা লিখেছেন : জঘন্য জাতি এই ভারতীয়রা৷ এরাই আমাদের মুরুব্বি৷ ভাবতে অবাক লাগে৷
345594
১৪ অক্টোবর ২০১৫ রাত ০১:২৬
কাঁচের বালি লিখেছেন : অত্যন্ত জঘন্য জাতি হল হিন্দু জাতি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File