শাহরিয়ার কবির মুরগি সাপ্লাই করতেন , তসলিমার ফ্লাটে ও গিয়েছেন।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৩:২৮ দুপুর
মুক্তিযুদ্ধকালে আমি পাক আর্মিদের ক্যাম্পে মুরগী সাপ্লাই থেকে আমেরিকার নিউইয়র্ক শহরের ৯০ ওয়াশিংটন স্ট্রিটে তসলিমা নাসরিনের ভাড়া করা ফ্ল্যাটে সেই শাহরিয়ার কবিরের ভ্রমন। লোকানো যাবে না ওদের কুকীর্তি।
যারা তসলিমা নাসরিনের ভাড়া করা ফ্লাটে যায় , তারা কোন রুচির , কোন গভেষক সেটা সহজে অনুমান করতে একটুই ভুল হবে না।
কিছু দিন পূর্বে কথিত মানবতাবিরোধী অপরাধের আদালতের একজন নারী আইনজীবী কে নিয়ে বিলাস ভ্রমন ও করে এলেন মুরগি সাপ্লাই শাহরিয়ার কবির।
ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহবায়ক বেগম মোস্তারী শফি লিখিত ‘জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশে লেখা চিঠি' নামের বইটিতে লিখেছেন, শাহরিয়ার কবির সাহেব নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এমনকি তিনি মুক্তিযুদ্ধকালে দখলদার পাক আর্মিদের ক্যাস্পে মুরগী সরবরাহ করতেন।
১৫/১২/২০০১ তারিখে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে মুরগি সাপ্লাই শাহরিয়ার কবির। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। বাংলাদেশের সেনা বাহিনীর বিরোদ্ধে ভুয়া ডকু মেন্ট গুলোর কথা স্বীকার ও করেছিলেন।
তসলিমা নাসরিনের ফেসবুক থেকে কিছু অংশ -
তসলিমা নাসরিনের ফেসবুক থেকে কিছু অংশ - নিউইয়র্ক শহরের ৯০ ওয়াশিংটন স্ট্রিটে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম ২০০৯ সালে। ওই ওয়াশিংটন স্ট্রিটেই ছিল টুইন টাউয়ার। আমার ফ্ল্যাটটা অদ্ভুত সুন্দর ছিল। ২৩ তলার ওপর।অনেকে বেড়াতে আসতো। একবার শাহরিয়ার কবির এলেন। আমার জন্য সোয়াস্তিকা আঁকা একটা শাড়ি নিয়ে এসেছিলেন। তাঁর একটি ডকুমেন্টারির জন্য আমার দুটো কবিতা রেকর্ড করেছিলেন।
এবার অনুমান করেন আর কোনো কবিকে শাহরিয়ার খুঁজে পান নাই , সামসুল হক যিনি নিজে কবি দাবি করেন ( এক সময়ের তসলিমার কিছুদিনের আনন্দের পুরুষ ) কে দিয়েও সেটা করতে পারতেন। তা না করে একেবারে তসলিমার ফ্লাটে !!
যাই হউক তারা একজন আরেক জনের পরিপূরক সেটা দিনের আলোর মত পরিষ্কার।
আরেক মুক্তি যোদ্ধার বক্তব্য। শাহরিয়ার কবির রাজাকার ছিল কথাটি কাদের সিদ্দিকী ও বলেলেন -
https://www.youtube.com/watch?v=6wUhDWZlyfk
মুক্তিযুদ্ধকালীন সময়ে আহত মুক্তিযুদ্ধা ও শরণার্থীদের সেবা দেয়ার জন্য নিজেই অস্থায়ী হাসপাতাল করেন। সেই ডাক্তার জাফর উল্লাহ বলেছেন -
https://www.youtube.com/watch?v=cusMFiDdWy8
মুক্তিযুদ্ধ নিয়ে আজ যারা বড় বড় কথা বলে মুখে ফেনা তুলেন, তারা কেউ মুক্তিযুদ্ধ করেননি, যেমন শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুন তাদের অন্যতম l শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুন কি মুক্তিযুদ্ধা ছিলেন? তারা কেউ মুক্তিযুদ্ধা ছিলেন না।
রাজধানীর আরেক মুক্তি যোদ্ধার বক্তব্য -
https://www.youtube.com/watch?v=ux476rr63J8
নাস্তিক শাহরিয়ার কবির ছিল মুরগী চোর তিনি রাজাকারদের মুরগী সাপ্লাই দিতো ।
বিষয়: বিবিধ
৬৬৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে স্বাগতম জানাই
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন