Abdullah Bin Brshad

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন এরশাদ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২২:২৮ দুপুর

না পড়লে মিস ! পড়লে পাবো গিফট

এক ছেলে তার বাবাকে বলছে:

সামনের মাসে আমার পরীক্ষার ফলাফল

দিবে।

আমি A+ পেলে আমাকে একটা মটর বাইক

কিনে দিতে হবে।

পরীক্ষার ফলাফল যে দিন বের হয় তখন

ছেলে খুব খুশী হয়ে

বাবার কাছে এসে বলছে বাবা আমি A+

পেয়েছি ।

এইবার কিন্তু আমাকে বাইক একটা কিনে

দিতেই হবে ।

বাবার চোখে গোপনে কান্না

আসলো,ভাবতে লাগলেন

কিভাবে ছেলেকে খুশি করা যায়।এরপর

বাবা বললেন: আমি তোমার উপহার

তোমার পড়ার টেবিলের উপর রেখে

এসেছি ।

ছেলে গিয়ে দেখল একটা বাক্স:

ছেলে ভাবতে লাগল এটাতে চাবি আছে



কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা

কোরআন শরীফ ।

ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা

বন্ধ করে দিল ।

এবং কয়েকদিন পরেই বিদেশে চলে

গেল পড়ালেখা করার জন্য ।

বিদেশ যাওয়ার পর বাবার সাথে

কোন যোগাযোগ করে নাই ছেলেটা ।

কয়েক বছর পর একদিন কল আসল ছেলেটির

কাছে ।

জানতে পারল বাবা খুব অসুস্থ ,বাবা

তার জন্য কান্নাকাটি

করে সবসময়।

কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায়নি

কয়েকদিন পর ছেলেটির কাছে আরেকটি

কল আসে ।

জানতে পারল তার বাবা মারা গেছেন ।

বাবা'র মারা যাবার পর ছেলেটি দেশে

আসে

কারণ ঘরবাড়ি সব তার নামে

করে দিয়ে গেছেন তার বাবা

এবং এই-সবকিছু তাকেই দেখাশোনা

করতে হবে ।

তারপর একদিন ছেলেটির তার

বাবা কথা মনে পড়ল এবং বাবার

ঘরে গিয়ে কাঁদতে লাগল ।

হটাৎ দেখল তার বাবার

পড়ার টেবিলের উপরে রাখা সেই বাক্স ,

যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন

উপহার হিসেবে।

ছেলে উজু করে এসে কোরআন শরীফটা

খুলে

পড়তে লাগলো। হঠাৎ করেই কোরান

শরীফের

ভেতর থেকে একটা চাবি পড়ল ।প্রথম

দিনের চাবি ।

এবং একটা চিঠি পেল । যেখানে লিখা

ছিল:

বাবা আমি অনেক খুশী যে তুমি A +

পেয়েছ ।

আমি চাইব তুমি আল্লাহ'র পরীক্ষাতেও

এই ভাবে A+ পাও ।

আর এই চাবিটা হচ্ছে তোমার নতুন মটর-

বাইকের চাবি ,

আমাদের গ্যারেজে রাখা আছে তোমার

নতুন বাইক ।

ছেলেটির চোখে জল চলে আসলো ।

ভাবতে লাগলো

আমার বাবা আমার জন্য তখনি বাইক

কিনে চাবিটা

কোর-আন শরীফে রেখে দিয়েছিলো।

ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে

পেল

তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে

রাখা ।

দেখে কান্না আর ধরে রাখতে

পারলোনা।

আসলে পৃথিবীর কোন বাবা তার

সন্তানের অকল্যান

চায়না।বাবা-মাকে কখনো কষ্ট

দেবেননা।বাবা-মা আমাদের

সবচেয়ে আপনজন।

আশা করি সবাই বুজতে পারছেন।ভালো

লাগলে

লাইক,কমেন্টস আর শেয়ার করে সবাইকে

পড়ার সুযোগ দিন।

বিষয়: সাহিত্য

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File