আওয়ামী লীগের ব্যাপক সহিংসতা, বোমা ও পূর্ণ হরতালের মধ্য দিয়ে ফিরে দেখা ১০ ফেব্রুয়ারি ১৯৯৬

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৪:৩২ রাত



বিএনপি সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আওয়ামীলীগের তান্ডব

১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী সফরকে কেন্দ্র করে আহূত হরতালে বোমাবাজিসহ ব্যাপক সংঘর্ষ হয়।

১০ ফেব্রুয়ারির ঘটনাবলী ১৯৯৬ সালের ১১ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রের পাতা থেকে তুলে ধরা হলো-

পুলিশ নিহত ॥ সাংবাদিকসহ আহত ২৫

সংঘর্ষ বোমাবাজি হরতালের মধ্য

দিয়ে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর

মোটর বহরে বোমা

প্রধানমন্ত্রী বেগম জিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বিমান বন্দর থেকে সার্কিট হাউজ গমনকালে বর্ণালীর মোড় থেকে লক্ষ্মীপুর মোড় পর্যন্ত তার গাড়ি বহরের উপর বেশ ক’টি বোমা নিক্ষিপ্ত হয়।

প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখী মিছিল

রুখতে জনতার ওপর পুলিশের হামলা

রাজধানীতে ব্যাপক সংঘর্ষ॥ ব্যাংক ও পেট্রোল

পাম্পে আগুন॥ শতাধিক আহত

মীরপুর সড়ক ছিল রণক্ষেত্র

বিকেল ৪টা ২৫ মিনিটে পান্থপথের পশ্চিমে মীরপুর সড়ক ক্রসিং-এ আওয়ামী লীগের সমাবেশ চলাকালে মঞ্চের পিছন দিকে ৫০ গজের মধ্যে দূর নিক্ষিপ্ত একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বক্তৃতা করছিলেন। এর আগে মাইকে ঘোষণা করা হয়েছিল যে, শেখ হাসিনা শিঘ্রই সমাবেশ স্থলে আসবেন এবং বক্তৃতা শেষে মিছিল নিয়ে অগ্রসর হবেন।

বোমাটি বিস্ফোরণের পর কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একদল কর্মী কয়েকশ’ গজ দূরে অবস্থানরত জনাপঞ্চাশেক পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। পুলিশ মুহূর্ত অপেক্ষা না করে সমাবেশ লক্ষ্য করে একের পর এক কাঁদানে গ্যাস ছুঁড়তে থাকলে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয়ে যায় সংঘর্ষ।

শহরের অন্যান্য স্থানে

বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় একদল বিক্ষুব্ধ জনতা একটি স্টেশনারী দোকান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

৪টা ৫ মিনিটের সময় মহাখালীতে বিদেশী সংস্থার দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। পাঁচটা ৫ মিনিটের সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে পার্কিং করা একটি প্রাইভেট কার (ঢাকা-ভ-৭৩১৮) আগুন ধরিয়ে দেয়া হয়।

৫টা ২২ মিনিটের সময় বিক্ষুব্ধ জনতা কাওরানবাজারস্থ গ্রীন্ডলেজ ব্যাংক কাওরানবাজার শাখা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে ব্যাংকের সামান্য ক্ষতি হয়। এর কিছুক্ষণ পরই নীলক্ষেত টিএন্ডটি অফিসের সামনে একটি মাইক্রেবাসে আগুন ধরিয়ে দেয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের কাছে পিডাব্লিউডির অফিসে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে অফিসের আসবাবপত্রের ক্ষতি হয়।

সাড়ে ৪টায় গ্রীনরোডে আলুভর্তি একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় একটি বেবী ও টেম্পোতে আগুন ধরিয়ে দেয়া হয়।

সন্ধ্যার পর গুলিস্তান টিএন্ডটির সামনে একটি যাত্রীবাহী হলারে বোমা নিক্ষেপ করা হয়। এতে দু’জন আহত হয়।

ক্ষুব্ধ জনতা একটি মিনিবাসে আগুন ধরাবার চেষ্টা করলে পুলিশ তাদের তাড়া করলে জনতা-পুলিশ সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সন্ধ্যার পর সেগুনবাগিচা এজিবি অফিসের সামনে ২টি স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়। সন্ধ্যায় টিএসসিতে আরো একটি কারে (ঢাকা মেট্রো-জ-০২-১৪১২) আগুন ধরিয়ে দেয়া হয়।

সন্ধ্যায় শেওড়াপাড়া যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নির্বাচন প্রতিরোধ জোরদার

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা

কর্নেল ফারুকের নির্বাচনী ক্যাম্প ভস্মীভূত

জাহিদের গাড়ি ভাংচুর


পাঁচটি পেট্রোল পাম্পে আগুন

গতকাল রাতে জনতা রাজধানীর পাঁচটি পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের চেষ্টা করে। কিন্তু পাম্পে আগুন বিস্তৃত হওয়ার আগেই তা নেভানো হয়। তা না হলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারতো। রাত ৮টা ১৩ মিনিটের সময় মহাখালী পেট্রোল পাম্পে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পাম্পের লোকজন আগুন নিভায়।

রাত ৯টা ২৫ মিনিটে মতিঝিল টয়োটা বিল্ডিং-এর কাছের পেট্রোল পাম্প, বাংলাদেশ ব্যাংকের উত্তর পার্শ্বের ও জয়কালী মন্দিরের কাছের পেট্রোল পাম্পে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। কিন্তু আগুন ব্যাপক আকারে জ্বলে উঠার আগেই পেট্রোল পাম্পের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। এছাড়া জনতা ফকিরাপুল ও নীলক্ষেত পেট্রোল পাম্পেও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

শেখ হাসিনার ৯৪, ৯৫ ও ৯৬ সালে ডাকা হরতাল, অবরোধ এবং অসহযোগের কিছু চিত্রঃ

→ ১৯৯৪ সাল হরতাল, অবরোধ

★২৬ এপ্রিল হরতাল,

★১০ সেপ্টেম্বর অবরোধ,

★১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর হরতাল,

★২৭ সেপ্টেম্বর অবরোধ,

★৩০ নভেম্বর অবরোধ,

★৭ ও ৮ ডিসেম্বর হরতাল,

★২৪ ডিসেম্বর অবরোধ,

★২৯ ডিসেম্বর অবরোধ।

→ ১৯৯৫ সাল (৩০ দিন হরতাল, ৪ দিন অবরোধ)

★২, ৩ ও ৪ জানুয়ারি হরতাল,

★১৯ জানুয়ারি অবরোধ,

★২৪ ও ২৫ জানুয়ারি হরতাল,

★১২ ও ১৩ মার্চ লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল,

★২৮ মার্চ ঢাকা অবরোধ,

★৯ এপ্রিল ৫ বিভাগে হরতাল,

★২ ও ৩ সেপ্টেম্বর লাগাতার ৩২ ঘণ্টা হরতাল,

★৬ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল,

★১৬, ১৭, ১৮সেপ্টেম্বর লাগাতার ৭২ ঘণ্টা হরতাল,

★৭, ৮ অক্টোবর পাঁচ বিভাগে লাগাতার ৩২ ঘণ্টা হরতাল,

★১৬, ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর লাগাতার ৯৬ ঘণ্টা হরতাল,

★৬ নভেম্বর ঢাকা অবরোধ,

★১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ নভেম্বর প্রতিদিন সকাল-সন্ধ্যা হরতাল,

★৯, ১০ এবং ১১ ডিসেম্বরলাগাতার ৭২ ঘণ্টা হরতাল,

★১৭ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল,

★৩০ ডিসেম্বর দেশব্যাপী অবরোধ।

→ ১৯৯৬ সাল (৮৫ দিন হরতাল, ১ দিন অবরোধ, ২৬দিন অসহযোগ)

★৩ ও ৪ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল,

★৮ ও ৯ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল,

★১৭ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল,

★২৪ জানুয়ারি সিলেটে ১১ ঘণ্টা হরতাল,

★২৭ জানুয়ারি খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল,

★২৮ জানুয়ারি খুলনায় অর্ধদিবস হরতাল,

★২৯ জানুয়ারি ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল,

★৩০ জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল,

★১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকায় (পাবলিক পরীক্ষা) হরতাল,

★৩ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল,

★৭ফেব্রুয়ারি ফেনীতে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হরতাল,

★৮ ফেব্রুয়ারি ফেনীতে হরতাল,

★১০ ফেব্রুয়ারি রাজশাহীতে হরতাল,

★১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে হরতাল,

★১৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ,

★১৪ এবং ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮ ঘণ্টা লাগাতার হরতাল,

★২৪, ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি লাগাতার অসহযোগ,

★৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত লাগাতার ২২ দিন অসহযোগ।

এই আওয়ামী লীগই ০২, ০৫, ৯৫, ৯৬ তে পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের জিম্মি করে ক্ষমতা দখল করার পায়তারা করেছিল।তারাই এখন বলছে-“জামায়াত-শিবির-বিএনপি পরীক্ষার্থীদের জিম্মি করে ক্ষমতা ছিনতাই করতে চায়।

(সংগ্রহ সূত্রঃ সংবাদ২৪.নেট )

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303731
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:২৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : সমাজের বিষফোঁড়া জামাত-শিবির। চুরি, ছিনতাই, রগকাটা..... এগুলো জামাত-শিবির ছাড়া আর কেউ করে না। ধন্যবাদ।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪১
245697
খান জুলহাস লিখেছেন : চুরি, ছিনতাই, রগকাটা শিবিরের কাজ এ গুলো আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবে না। সুতরাং এই কাজ গুলো যে কুত্তালীগ করছে এর ভুরি ভুরি প্রমাণ আছে। আর প্রমাণের জন্য আজকের প্রত্রিকাই যথেষ্ঠ।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৫৪
245698

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আজকের পত্রিকায় পেট্রল বোমাবাজ শিবিরের খবরই প্রধান।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৩৬
245713
শেখের পোলা লিখেছেন : হে মহারাণী উপরের কাজগুলিকি আনার ভাসুরেরা করেছিল যে তাদের নামনিতে লজ্জ্বা করছে?
303732
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪০
খান জুলহাস লিখেছেন : চুরি, ছিনতাই, রগকাটা শিবিরের কাজ এ গুলো আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবে না। সুতরাং এই কাজ গুলো কুত্তালীগ যে করছে এর ভুরি ভুরি প্রমাণ আছে এ জন্য আজকের প্রত্রিকাই যথেষ্ঠ।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৫৪
245699

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আজকের পত্রিকায় পেট্রল বোমাবাজ শিবিরের খবরই প্রধান।
303734
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন :


পেট্রোল বোমা নিক্ষেপ: সংগ্রাম প্রতিনিধি গ্রেপ্তার।
সূত্র- Click this link
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪২
245734
লজিকাল ভাইছা লিখেছেন : আচছা ওটা কি পত্রিকা !!!! না আমিত জানতাম "র" সারকুলেশন । কুত্তালীগের office থেকে পেট্রল বোমা পাওয়া গেছে, এটা বাংলাদেশের পত্রিকা এসেছে।
303737
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৩৭
শেখের পোলা লিখেছেন : ওগুলো দেবতাদের লীলা ছিল৷ মুখে আনলে পাপ হবে৷
303740
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৬
যা বলতে চাই লিখেছেন : মন্তব্য কি আর লিখব, মানুষ এগুলো ভুলে গিয়েছে যারা মনে করে, তারা নিজেরাইে যে মহাভুলের মধ্যে ঘুরপাক খাচ্ছে আর কিছু দিন পর হয়ত ভালভাবেই টের পাবে।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৬
245715

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মানুষ ভুলে গেছে, তাই পুরো উদ্যমে আবার পেট্রলবাজী শুরু করে মানুষের স্মৃতিশক্তি ঝালাই করছেন আপনারা।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৩
245773
যা বলতে চাই লিখেছেন : বোমাবাজি কখনো কোন অবস্থাতেই সমর্থন যোগ্য নয়। মানুষ স্বাধীনভাবে চিন্তা করুক, নিজের মত প্রকাশ করুক ও নিজ মতের পক্ষে জনসমর্থনের প্রত্যাশায় প্রচারণা চালিয়ে যাক। যার নিকট যে মতটি সুন্দর ও বিজ্ঞানসম্মত বলে মনে হবে তিনি সেটিই গ্রহন করবেন, এটিইতো স্বাভাবিক। কে মানুষের উপর অন্যায়ভাবে শক্তি প্রয়ো করছে, সেটিও মানুষ দেখে নিক। আমি গণতন্ত্র এমন একটি পরিবেশকেই বুঝি। প্রতিমন্তব্য দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
303773
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৪
হতভাগা লিখেছেন :
303781
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আজ দালাল মিডিয়া এই সত্যিগুলি তুলে ধরছে না। হায়রে সাংবাদিকতা!
303793
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৪
লজিকাল ভাইছা লিখেছেন : আ্ওয়ামিলিগ জাতির উপর একটা আযাব।
303882
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:২৮
কাঁচের বালি লিখেছেন : দালাল মিডিয়া গুলি সব বিটিভি হয়ে গেছে।আওয়ামী লীগের কুকর্ম দালাল মিডিয়া গুলি প্রকাশ না করলেও জনগণ্ এর জানতে বাকি নাই।
আপনাকে অনেক ধন্যবাদ , ওদের মুখোশ টা এই পোস্টের মধ্যে খুলে দিয়েছেন বলে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File