বাকশালীদের গণধর্ষনের হাত থেকে কি দাল মিডিয়া গুলো রক্ষা পাবে?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫২:৪৫ রাত
বাকশালীদের গণধর্ষনের হাত থেকে কি দাল মিডিয়া গুলো রক্ষা পাবে?
মতিউর রহমান সাহেবের জনপ্রিয় টকশো ফ্রণ্ট লাইন বন্ধ হয়ে যাওয়ায় অনেকের মত আমারও আফসোস হচ্ছে, কিন্তু মতিউর রহমানরাও কি সময় মত বুঝেছেন যে একদিন তাদেরও এভাবে বদ হতে হবে? যদি সময় মত বুঝতেন তাহলে মাহমুদুর রহমানের ব্যাপারে প্রকাশ্যে স্ট্যান্ট নিতেন। চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও সর্বশেষ একুশে টিভির ব্যাপারেও চুপ থাকতেন না। সব কিছু নিরবে সহ্য করার কারণে সরকার যখন বুঝল ওনাদের আর জাতি সাপের মত বিষ নেই, তখন আর যায় কোথায়? এক ছোবলেই কুপকাত।
দালাল মিডিয়াগুলোর সাথে আপাতত মধুচন্দ্রিমার প্রলোভন দেখিয়ে যৎসামান্য প্রেম প্রেম খেলছে। আর সেই মোহে আবিষ্ট হয়ে রোমাঞ্চিত মুন্নি সাহা, নবনিতা আর সামিয়া জামানরা আগডুম বাগডুম খেলছে। সব গুছিয়ে আনতে পারলে বাকশালীরা অন্য মিডিয়ার মত তাদেরওযে পাইকারি দরে ধর্ষন করবে তাতে কি কোন সন্দেহ আছে? তখন মুন্নি সাহা, নবনীতা আর সামিয়া জামানদের পক্ষে অবস্থান নেয়ার মত কেউ কি আর অবশিষ্ট থাকবে?
অতএব, মিডিয়া টাইকুন আর টকশো আইকনগণ এখনও সময় আছে, সাবধান হোন। সাদাকে সাদা আর কালোকে কালো বলুন। জাতির দূর্দিনে সঠিক ভূমিকা রাখুন।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এক শ্রেণীর তরুণী আছে যারা বাবা মায়ের বিধি নিষেধ অমান্য করে স্বাধীনতার নামে রাত বারটায় টিএসসিতে গিয়ে ৩১স্ট নাইট উজ্জাপন করে আর যখন ছাত্রলীগের হাতে লাঞ্চিত হয় তখন তাদের স্বাধীনতার মজা টের পায়। দালাল মিডিয়া গুলোও টের পাবে। অপেক্ষা করুন। চরিত্রহীন বন্ধুর চেয়ে চরিত্রবান শত্রুও উত্তম। আশা করি দ্বিমত করবেন না।
ধন্যবাদ।
'' আ , কাট এন্ড স্লাইস মি ''
মন্তব্য করতে লগইন করুন