ভোটার বিহীন জাতীয় সংসদে গণতন্ত্রের ফাসি

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৪:৫০ সকাল



জনগণের ম্যান্ডেট ছাড়া একটা ফ্যাসিস্ট গোষ্ঠী ক্ষমতায় বসে আছে। তারা সংবিধানকে নিজেদের মতো করে যাচ্ছেতাইভাবে কাটাছেঁড়া করেছে। যারা একটি ভোট ও পায়নি , নির্বাচন ছাড়া ক্ষমতায় , তারা কিসের আইন প্রণেতা ?

গোপন ভোটের মাধ্যমে বিচারপতি অভিশংসন বিল পাস বিপক্ষে একটি ভোট ও পড়েনি !!

তাহলে স্পষ্ট হয়ে গেল , সংসদে ও রানা প্লাজার রেশমা নাটক চলছে।

বিচারপতি অভিশংসন বিল পাস ....

বিচারপতি অভিশংসনের ক্ষমতা নিল সংসদ..


বুধবার রাতে জাতীয় সংসদে গোপন বুথে সরাসরি ব্যালটে স্বাক্ষরের মাধ্যমে সংসদ সদস্যদের ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস হয়। ভোটে বিলটি পাসের প্রস্তাবের পক্ষে পড়ে ৩২৮ ভোট।

বিপক্ষে কোনো ভোট পড়েনি।


যারা বিনা ভোটে সংসদে , তারা কি করে আইন পাশ করে ?

আইন সংশোধনী প্রস্তাবকারী মন্ত্রী , প্রধানমন্ত্রী , সরকারি ও বিরোধী দল হুইপ সংসদের স্পিকার কেউ জনগনের ভোটে নির্বাচিত হন নাই। তাই তারা জগনগনের প্রতিনিধি নন।



বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File