আওয়ামীলীগের মহাজোটের কুলাঙ্গার সংখ্যালঘু হামলায় জড়িত - ইনু

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১০ মে, ২০১৪, ০৪:০৫:৩০ বিকাল



খবর হুবহু এমন

মহাজোটের কতিপয় কুলাঙ্গার সংখ্যালঘু হামলায় জড়িত: ইনু

শীর্ষ নিউজ ডটকম, ঢাবি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় মহাজোট সরকারের কতিপয় কুলাঙ্গার জড়িত।শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “এট্রোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।তথ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা করা হয়েছে। একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের উপর এই হামলা করে ।তিনি বলেন, এই হামলার সঙ্গে বিএনপি-জামায়াত শিবিরের ইন্ধন রয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার লক্ষ্যে সংখ্যালঘুদের উপর হামলা করেছে।এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরের লিংক -



http://www.sheershanews.com/2014/05/10/36183/

তাহলে কেন এখনো আওয়ামীলীগের ওই সব হাসানুল হক ইনুর কথা মত সব কুলাঙ্গারদের গ্রেফতার করা হচ্ছে না ? জাতি জানে হিন্দু বাড়ি , মন্দির , শহীদ মিনার ভাঙ্গার সময় ধরা পড়েছিল আওয়ামীলীগের নেতা কর্মীরা। কিন্তু তাদের বিচার করা হয়নি। যখন ধরা পড়ে তখন পাগল , মাথা নষ্ট , মাদক সেবী বলে ছেড়ে দেয়া হয়ছিল।

বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219865
১০ মে ২০১৪ বিকাল ০৪:০৯
হতভাগা লিখেছেন : আর মহাজোটের কতিপয় কুলাঙ্গার মন্ত্রী এসবের জন্য বিরোধী জোটকে কোন প্রমান ছাড়াই দায়ী করে যাচ্ছে শুরু থেকেই ।
১২ মে ২০১৪ সকাল ০৬:০৭
168085
মাহফুজ মুহন লিখেছেন : তাহলে ২ টা উপাধি নিজেই আইনত পেয়ে গেলেন ইনু - (১) কুলাঙ্গার দের সহযোগী (২) বিনা ভোট খয়রাতি মন্ত্রী
219870
১০ মে ২০১৪ বিকাল ০৪:১৯
ভিশু লিখেছেন : মাননীয় মন্ত্রীর কথাবার্তা হাটবাজারের গাছতলায় বসে থেকে শুধু কথা বেঁচে পেটা চালানো ফটকাবাজ ফরিয়াদের মতো!
১২ মে ২০১৪ সকাল ০৬:০৮
168086
মাহফুজ মুহন লিখেছেন : ফটকাবাজ বললে কম হবে মনে করি
219879
১০ মে ২০১৪ বিকাল ০৪:৩২
আমি মুসাফির লিখেছেন :

১২ মে ২০১৪ সকাল ০৬:০৯
168087
মাহফুজ মুহন লিখেছেন : চাপাটি , দা , বন্ধুক চেতনার বাহার
219884
১০ মে ২০১৪ বিকাল ০৪:৪০
বিবেক লিখেছেন : কুলাঙ্গারের কাছে কুলাঙ্গারের খবর থাকে, চটি মন্ত্রির আসলেই ভাগ্য ভাল, গ্রামের মেম্বার হবার সুযোগও জুটত না সেই ব্যক্তি যদি মন্ত্রি হয়, তাহলে কেমন কারবার হয় না।
১২ মে ২০১৪ সকাল ০৬:০৯
168088
মাহফুজ মুহন লিখেছেন : গ্রামের মেম্বার হবার সুযোগ হবে কি করে ভোট থাকলে তো
219942
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
সবুজেরসিড়ি লিখেছেন : এক কুলাঙ্গার বলে আরেক কুলাঙ্গাররে তুই বেটা কুলাঙ্গার . . . বেয়াদোব ইনু মহাজোটের সৃষ্টিই কুলাঙ্গার দের দিয়ে . . .
১২ মে ২০১৪ সকাল ০৬:১০
168089
মাহফুজ মুহন লিখেছেন : এক কুলাঙ্গার বলে আরেক কুলাঙ্গাররে তুই বেটা কুলাঙ্গার ---ভালো মন্তব্য
219988
১০ মে ২০১৪ রাত ০৯:৫৫
আহ জীবন লিখেছেন : নিজেদের অপরাধকে হাল্কা করে ফেলল।

কথাটার যদি উল্টা ধরি তার মানে হবে "রাজনৈতিক বিবেচনায় সংখ্যালঘু হত্যা করা যাবে, করব। দোষ দিব বি এন পি জামাতের উপর।" এ পর্যন্ত যা বলছে তার উলটাটাই করছে।
১২ মে ২০১৪ সকাল ০৬:১০
168090
মাহফুজ মুহন লিখেছেন : জন্ম যেমন কর্ম তেমন ইনুদের
220469
১২ মে ২০১৪ রাত ০২:৪৩
কাঁচের বালি লিখেছেন : ইনু ওরফে কুত্তা সাহেবদের বুলেট ও খড়গের নিচে আজ মানবতা পিষ্ট ।
১২ মে ২০১৪ সকাল ০৬:১১
168091
মাহফুজ মুহন লিখেছেন : নিজের দলের প্রতীক নাই , নৌকার পালে ভর করে দালালি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File