চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের রিপোর্ট - আহত ছাত্রদের একজনের শরীরেও গ্রেনেড বা বোমায় ব্যবহার করা কোন উপাদান মেলেনি।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৯ অক্টোবর, ২০১৩, ১১:২২:৪১ সকাল
লিখাটি আমার মন গড়া নয়। তথ্য দিয়েই বলছি - ''গতকাল লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও সাজানো নাটক।
কারণ হলো - একটু ভেবে দেখুন।
'রহস্যজনক বিস্ফোরণের পরপরই মাদরাসাবিরোধী শ্লোগান দিয়ে ব্যানারসহ মিছিল বের করা হয়। এটা যে সম্পূর্ণ সাজানো নাটক এ থেকেই বুঝা যায়। বিস্ফোরণের পরপরই তারা ব্যানার পেল কোথায়?''
চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের রিপোর্ট দেখুন -
মেডিকেল রিপোর্টের খবরের লিংক 
http://www.poriborton.com/article_details.php?article_id=33741
চট্টগ্রামের লালখান বাজার জমিয়াতুল আল ইসলামিয়া মাদ্রসায় সোমবারের বিস্ফোরণে আহত ছাত্রদের একজনের শরীরেও গ্রেনেড বা বোমায় ব্যবহার করা কোন উপাদান মেলেনি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক মোতাহার হোসেন।
পরিবর্তন ডটকমকে তিনি বলেন, "আহতদের শরীরে স্প্লিন্টার কিংবা ওই ধরণের কোন আলামত পাওয়া যায়নি। এমনকি এই ধরণের কোন ক্ষতও তাদের শরীরেও নেই।"
ডা. মোতাহার হোসেন বলেন, “গতরাতে (সোমবার) যে ছেলেটা মারা গেলো তার শরীরের নব্বই শতাংশই পুড়ে গেছে, তাকে ঢাকা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম কিন্তু আত্মীয়-স্বজন না থাকায় সে এখানেই ছিলো।"
ডা. মোতাহার আরো জানান, “অন্যান্য যারা আছেন তারাও আগুনে পুড়েছেন। কারো শরীরেই স্প্লিন্টার বা এ ধরণের কোন উপাদান পা্ওয়া যায় নাই। জীবিত একজনের শরীর আশিভাগ পুড়ে গেছে। অন্যদের অবস্থাও প্রায় একই।"
এবার কিছু সহজ কথা চিন্তা করা দরকার -
সকল মিডিয়া কর্মীদের উপস্থিতিতে পুলিশ গ্রেনেড পেল না কিন্তু বিকালে গ্রেনেড উদ্ধার হয় কি করে ?
''যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে আইপিএসের ব্যাটারি ছাড়া আর কিছুই ছিল না।''
অনেকে বিতর্ক করবেন যে - আইপিএসের বিস্ফোরণে একটি কক্ষ পুড়ে কি করে ?
আচ্ছা দেখুন কি করে আগে কিছু বিস্ফোরণ হয়েছিল -
ল্যাপটপ বিস্ফোরণে আইন প্রতিমন্ত্রীর ভাগ্নের মৃত্যু
রাজধানীর মিরপুরে আহমেদ শওকত মাসুদ (৪৩) নামে এক ব্যক্তি জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রোববার পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাসুদ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাগ্নে বলে জানা গেছে। বাসায় থাকা ল্যাপটপের বিস্ফোরণের থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ জানিয়েছে।
খবরের লিংক দেখুন -
http://www.dainikdestiny.com/index.php?view=details&type=main&cat_id=1&menu_id=1&pub_no=433&news_type_id=1&index=14&archiev=yes&arch_date=08-10-2012
আরেক খবর ছিল -
৭১ টিভিতে বিস্ফোরণ : দগ্ধ এক
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর অফিসে হঠাৎ বিস্ফোরণে তানভীর নামে একজন প্রযোজক দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চ্যানেলটির বারিধারা অফিসে এ ঘটনা ঘটে। এতে প্রোগ্রাম শাখায় দরজা-জানালার কাঁচ সহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আহত তানভীরকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিক ধারনা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
খবরের লিংক দেখুন -
http://www.samakal.net/2013/03/29/297#sthash.OiG1vn2u.dpu
যদি কোন গ্রেনেড অথবা কোন বোমার বিস্ফোরণ হয় তার আশে পাশে থাকা লোকজনের গায়ে অবশ্যই স্প্লিনটার লাগে এবং তারা আহত হয়ে গেলে শরীর থেকে স্প্লিনটার বের করা হয় । যা সকল বোমার বিস্ফরনেই সবাই দেখেছেন , মেডিকেল রিপোর্ট ও তেমন হয় । কিন্তু এ কেমন হল ? তাহলে স্পষ্ঠ হয়ে গেল - লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণকে ‘সাজানো নাটক’
এবার যদি আমরা সরকারী বাহিনীর বক্তব্য দেখি তাহলে কি হয় - যেমন
ফায়ার বিগ্রেডের বক্তব্য:
ফায়ার বিগ্রেড তদন্ত কমিটির প্রধান আবদুল মালেক বলেছেন, “কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে ব্যাপারে এখনো আমরা নিশ্চিত হতে পারেনি, ঘটনাস্থলে গিয়ে আমি যা দেখেছি তাতে মনে হয়েছে খুব বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, তবে এই বিস্ফোরণের কারন অনুসন্ধানে আরো তদন্তের প্রয়োজন আছে।”
http://www.poriborton.com/article_details.php?article_id=33741
বিস্ফোরণের ধরণ নিয়ে নানা প্রশ্ন:
লালখান মাদ্রাসায় সোমবার ঠিক কি ধরণের বিস্ফোরণ হয়েছিলো সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। যদিও ঘটনার পরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। পুলিশ কমিশনারের এই বক্তব্যের ২৪ ঘন্টা পার হলেও বিস্ফোরণের ধরণ সম্পর্কে প্রাথমিক কোন সিদ্ধান্তেই আসতে পারেনি পুলিশ।
- See more at: http://www.poriborton.com/article_details.php?article_id=33741#sthash.mF0eXAUc.dpuf
চট্টগ্রামের ঘটনা সাজানো নাটক- হেফাজত
মাদরাসা থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। ষড়যন্ত্রমূলক বিস্ফোরণ ঘটিয়ে মাদরাসা বন্ধের পাঁয়তারা
http://www.mzamin.com/details.php?nid=NzQ3MDQ=&ty=MA==&s=MTg=&c=MQ==
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লালখান বাজার মাদরাসার ছাত্রাবাসের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কক্ষের আসবাবপত্র ভস্মীভূত হয়। এ ঘটনায় পাঁচ ছাত্র আহত হয়। ঘটনার পর থেকে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আইপিএসের ব্যাটারি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে কেরোসিনের স্টোভ থেকে আগুন ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাও জানান, সেখানে তারা কোনো বারুদ বা বিস্ফোরণের গন্ধ পাননি।
http://www.amardeshonline.com/pages/details/2013/10/09/220087#.UlTvDBDW1dg
কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের ইউনিট চলে যাওয়ার পর প্রায় ৫ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে পুলিশ মাদরাসাটিতে অভিযান চালায়। রাত ৮টার দিকে দুর্ঘটনাকবলিত কক্ষ থেকে ৩টি অবিস্ফোরিত তাজা গ্রেনেডসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
বিষয়: বিবিধ
১৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন