আমেরিকা ইউরোপ আওয়ামীলীগের জন্যে নিরাপদ মনে হচ্ছেনা।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ অক্টোবর, ২০১৩, ১১:১৭:৪৮ সকাল

আমাদের মহামান্য বিচারপতি শামসুদ্দিন সাহেবের লন্ডন ঘটনা , ইউরোপের লন্ডনে ইনুর ঘটনা ও আম্রিকায় মানবাধিকার ওরফে আওয়ামীধিকার কর্মী মিজান সাহেবের ঘটনার পর আমেরিকা ইউরোপে জুডিশিয়াল কিলিং মিশনের হোতা আওয়ামীলীগের জন্যে নিরাপদ মনে হচ্ছেনা। তার উপরে শেখ মুজিবের বহু খুনীকে এইসব দেশ আশ্রয় দিয়ে রেখেছে। পুলিশ লীগ , বিচারলীগ সহ বামলীগ যারা আছেন আমার মনে হয় আপনাদের জন্যে ভারত একটা ভাল জায়গা। শিবসেনারা আপনাদের বরন করে নেয়ার জন্যে মুখিয়ে আছে। আল্লামা সাঈদীকে কুত্তারবাচ্চা ডাকা ভিসি(বিচি) আনোয়ার ওরফে জানোয়ার হাইকোর্টেই তরুন আইনজীবীর গলা ধাক্কা খাইছে। দেশে তাদের জন্যে এমনিই ভরসা দেখিনা। ইউরোপ আমেরিকাতেও ভরসা পাইনা।শুনেছি জাতিসংঘের সামনে প্রবাসী জামাতীরা বহু মিটিং করেছে। লন্ডনের মধ্যেও জামাতীরা বহু মিটিং করেছে। তারা নাকি ইউরোপেও অনেক সংঘটিত। পোলাপাইনের যা ক্ষোভ ! কোনদিকে কারে মাইরা দেয় আমি বড়ই শঙ্কিত। আমি আলীগ নিয়া যথেষ্ট উদ্বিগ্ন।

কোথাও নিরাপত্তা নাই । শুধু একটাই বাকী থাকে ভারত। তবে ঐইখানে গেলে কাস্মীরী জাইরগা থেকে সেইফে থাইকেন। বলা তো যায় না লস্করে তৈয়বা সহ অনেক জঙ্গী সংগঠন ভারতকে নাকি ইটিস পিটিস মেরেছে। প্লিজ লাগে বা'ল ভাইয়েরা সেইফে থাইকেন...

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File