বাংলাদেশ নামক রাষ্ট্র কি শাহাবাক থেকে পরিচালিত হচ্ছে (?)

লিখেছেন লিখেছেন এমআরআই ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৬:৪৮ বিকাল

কতিপয় বিপথগামী মদ্যপায়ী ইসলাম ও নবী রাসুল (সHappyকে কটাক্ষকারী সন্ত্রীরা শাহবাগ থেকে যে ঘোষনা দিচ্ছে আ.লীগ সরকার রাষ্ট্রীয় নির্দেশনায় সেই হুকুম তামিল করছে। গত ১৭ ফেব্রুয়ারি ঘোষনা দেয়া হলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাল ব্যাচ ও কালো পতাকা উঠাতে হবে। অমনি সাথে সাথে সরকার সকল উপজেলা শিক্ষা অফিসারদেরকে নির্দেশ দিয়ে দিলেন হুকুম তামিল করতে হবে। কিন্তু ততক্ষন নাস্তিকটার কীর্তিকান্ড জানার ফলে ৯৫% শিক্ষা প্রতিষ্ঠানে কালোব্যাজ ও পতাকাতো তোলা হয়ইনি উপরুন্তু উল্টো সরকারের প্রতি ঘৃনার জন্ম দিয়েছে।

এবার অন্য প্রসঙ্গ; নাস্তিকটার পক্ষে আ.লীগের মন্ত্রী এমপিরা সাফাই গাইছেন, আবার কেউ কেউ জাতীয় বীর উপাধি দিচ্ছেন, আবার কেউবা ২য় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ উপাধি দিচ্ছেন। এটি ভোটের অংকে আ.লীগের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াবে। এ দেশের মানুষ ইসলাম প্রিয়, তাই ধর্মীয় অনুভূতিতে যারা চরম আঘাত করবে তারাতো ধিক্কার পাবেই সাথে সাথে যারা নাস্তিকদের পক্ষ নেবে তারাও ধিকৃত হবে। আর শাহাবাগ আ.লীগ পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File