হলুদ সাংবাধিকতা
লিখেছেন লিখেছেন সাইরাস চৌধুরী ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৩:২৮ দুপুর
হলুদ এক ধরনের মশলা বিশেষ । যা প্রতিটি তরকারীতে দিতে হয় । এক কথায় যখন যার, তখন তার । বাংলাদেশের টিভি চ্যানেল গুলোও তাই । আজ ১৮ দিন তারা শাহবাগে গলা ফাটিয়ে ফেলেছে । যার জন্য আজ কিছুক্ষন আগে তারা জনরোষের শিকার হয় । আগামীতে হয়ত তাদের সুরও আস্তে আস্তে পাল্টে যাবে । এদের চিনে রাখুন । স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সঠিক খবরের জন্য রেডিওতে বিবিসির সংবাদ শুনতাম । আজ এক দশক আমরা বিটিভি বাদ দিয়ে বেসরকারী চ্যানেল গুলো দেখি । এখন যদি এ চ্যানেল গুলোও বিটিভির মত হয়ে যায় তবে আমরা সত্য খবরের জন্য কোথায় যাব ?
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন