সাইবার যুদ্ধ
লিখেছেন লিখেছেন সাইরাস চৌধুরী ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০৫:২৪ রাত
আজ টিভিতে শাহবাগের মহাসমাবেশ ও বক্তাদের বক্তব্য শুনে মনে হল সাইবার যুদ্ধে তাদের পরাজয় হয়েছে ।
কারন -
১ আজ প্রথম সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়েছে ।
২ বিরুদ্ধদের সব পত্রিকা, টিভি, ব্লগ ও ফেইসবুক বন্ধ করে দেবার দাবী করা হয়েছে ।
৩ আগামী কাল থেকে লাগাতার আবস্থান প্রত্যাহার করা হয়েছে ।
যে ব্লগের ব্লগারদের মাধ্যমে আন্দোলনের সূত্রপাত, সেই ব্লগকে যদি তাদের এত ভয়, তবে তাকে পরাজয়ই বলা যায় । আমরা রাজনীতিবিধদের বলতে শুনি বিরুধীদের আন্দোলন রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে । তেমনি ব্লগারদের আন্দোলন বল্গের মাধ্যমে মোকাবেলা করা উচিত নয়কি?
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন