আস্তিক আর নাস্তিক
লিখেছেন লিখেছেন অন্ধকার আকাশ ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৩:০০ সকাল
মানুষ দেখি আস্তিক আর নাস্তিক এর সংজ্ঞাতে ভুল করে!
আল্লাহ্ ও তার রাসুল(সঃ) কে বিশ্বাস করাই হল আস্তিক।
এর যে এটা বিশ্বাস করে না সে হল নাস্তিক।
সহজ বাংলা উত্তর।
কিছু কিছু শাহবাগি দেখে আমি যেটা বুঝলাম; তারা আস্তিক আর নাস্তিক এর মানে জানে না!
বড়ই আপসোস!
আমরা কি মুসলমান আছি?
আসিফ মহিউদ্দিন আর থাবা বাবার শুরু করা আন্দলন যদি নাস্তিকদের আন্দলন না? হয় তাহলে কি বাইতুল মোকাররম মসজিদের মুসল্লিদের মিছিল- যারা নামাজ পরে আল্লাহ্ বিরুধিদের হালাকের প্রার্থনা করে, তারা কি নাস্তিক?
শাহবাগিদের কথা শুনে মনে হয় তারা ইসলামের সকল খুঁটি এমন ভাবে জানে! তারা ছাড়া আর কেউ জানে না!
কথা শুনার বিবেক নাই!
বিচার করার দক্ষতা নাই!
আছে শুধু হিংসা আর উস্কানি মনোভাব।
তাদের সাথে কথা না বললে বুঝা যায় না কি তাদের চেহারা!
জামায়াত- শিবির নিষিদ্ধের নামে ইসলামকে বাংলার মাটিতে কবর দিতে চায়!
কারন বাংলার জমিনে ইসলামী দল একমাত্র জামায়তে ইসলামী বাংলাদেশ। তাই এটাকে যদি খতম করা যায় তা হলে ইসলামকে হালাক করা সহজ হবে নাস্তিকদের জন্য।
একমাত্র জামায়াত হল নাস্তিকবাদি নর্দমার কিটের অশান্তি।
তাইত সংবিধান পরিবর্তন করে জামায়াতের বিচার করতে দুঃসাহস দেখায়!
আমার দুঃখ হয়, যখন দেখি নাস্তিকবাদি শাহবাগিরা মনের মাধুরি মিশিয়ে লেখে কিন্তু প্রশ্ন করলে উত্তর দিবার মত সত সাহস রাখেনা।
রাখবে কেমনে? তারা ত জানেই না সত্য কি আর মিথ্যা কি!
নাস্তিকরা যতই ষড়যন্ত্র করে না কেন! কোন লাভ নাই! কারন মহান আল্লাহ্ হলেন মহা পরিকল্পনাকারি।
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন