বাংলা ভাষা সাধু চর্চা
লিখেছেন লিখেছেন অন্ধকার আকাশ ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৯:০৯ রাত
৫২ এর ভাষা আন্দলন আমার অহংকার, গর্ব, আমার ইতিহাস।
এই আন্দলনের ফলেই আজ আমি বলতে পারছি বাংলা অতি সহজে।আমি মন খুলে লিখতে পারছি অতি মাত্রাই আবেগ দিয়ে।
আমার সরাসরি প্রশ্ন!
কি পেলাম এই ভাষার আন্দলনের মাধ্যমে?
কি লাভ হল আমাদের এই ভাষা অর্জন করে?
কি চর্চা হচ্ছে এই অর্জনে?
কি চেতনা আমরা লালন করছি?
বছর বছর মোম আর ফুলের বেণী দিয়ে ইট-বালুর তৈরি মিনারে দিয়ে শহিদদের মনে করার কি চেতনা?
তিতা তিতা লাগছে?
কেন?
আমি দেখি আজ আমার দেশের আনাচে কানাচে হিন্দি ভাষার অপচর্চা আর অপসংস্কৃতির নোংরা নাচা নাচি! কেন?
আমি দেখি ছোট ছোট ছেলে মেয়েরা এত হিন্দি বলে যে তাদের কথা শুনলে মনে হবে আমি মনে হয় হিন্দুস্থানে বসবাস করি।
ঘরে ঘরে আজ যে হিন্দি সিরিয়ালের নামে অপসংস্কৃতি আমার সমাজে মিলে মিশে অবক্ষয় করে চলেছে এই জন্যই কি ৫২ এর ভাষা আন্দলন?
কি শিখছে আমার দেশের ছেলে মেয়েরা?
বাংলা নাকি হিন্দি?
আন্দলন করে কি চেতনা অর্জন করলাম?
হিন্দি প্রিতি আর অপসংস্কৃতি?
আজ আমরা ঢাক ডোল পিটিয়ে পালন করি ২১ই ফেব্রুয়ারি!
কি এর দাম?
কি এর মর্যাদা?
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন