গণ জাগরণের নেতাদের টক শো প্রসঙ্গ

লিখেছেন লিখেছেন আমার পথ চলা ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৮:১৮ বিকাল

গণজাগরণ মঞ্চের প্রতিনিধি হিসেবে টিভি টক শো- তে যারা যাচ্ছেন তাদের কেউ কেউ কান্ডজ্ঞানহীনের মতো কথা বলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছেন। কাল রাতে একটি টক শো- তে একজন বললেন, গত নির্বাচনে যারা আওয়ামীলীগকে ভোট দিয়েছেন তারাই নাকি প্রজন্ম চত্বরের আন্দোলনে যোগ দিয়েছেন।অর্থাৎ শাহবাগের আন্দোলন আওয়ামীলীগারদের আন্দোলন।এছাড়া আচার-আচরণ এবং কথা বলার ধরণে কিছুটা ভারসাম্যহীন মনে হয়েছে তাকে। আন্দোলনের কারণে প্রতিদিন টিভিতে ডাক পাচ্ছেন বলে কী তথাকথিত সেলিব্রেটিদের মতো খেই হারিয়ে ফেলেছেন তিনি?নাকি নিজেকে বঙ্গবন্ধু পর্যায়ে ভাবতে শুরু করেছেন!এ ধরণের প্রতিনিধিত্ব আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে, আন্দোলনকারীদের মানহানি করে।তাই এ জাতীয় নেতাদের টক শো-তে যাওয়া থেকে বিরত থাকা উচিত।মনে রাখতে হবে, এ আন্দোলন কোনো দলীয় লেজুড়বৃত্তির জন্য নয়। এ আন্দোলন গণ মানুষের আন্দোলন।আপনার ব্যক্তিগত দল বা মতাদর্শ থাকতে পারে, কিন্তু সেটাকে সবার আদর্শ বলে গণ আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার অধিকার নেই আপনার।

Click this link

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File