সংবাদপত্রের কালো দিবস আজ
লিখেছেন লিখেছেন আমার পথ চলা ১৬ জুন, ২০১৩, ১০:১৯:০৪ সকাল
রোববার সংবাদপত্রের কালো দিবস। এবার বিক্ষোভ-সমাবেশ, আলোচনাসভা ও মাবনবন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে, ডিইউজে ও আমার দেশ পরিবারের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হবে। এছাড়া বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলা শহরে সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধ্যাদেশ জারির মাধ্যমে দুটিমাত্র সংবাদপত্রের (দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার) ডিক্লারেশন বহাল রেখে সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন।
পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিক্লারেশন দিয়ে সরকারি ব্যবস্থাপনায় মোট চারটি পত্রিকার প্রকাশনা বহাল রাখেন।
১৯৭৮ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র বার্ষিক কাউন্সিলে ১৬ জুনকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়।
সূত্র: নতুন বার্তা ডট কম
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন