শাহবাগের নেতারা নিজেদের এখতিয়ার ভুলে যাচ্ছেন
লিখেছেন লিখেছেন আমার পথ চলা ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪০:২৮ সন্ধ্যা
ডাঃ ইমরান শাহবাগে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করেছেন। আগামী রবিবার সকাল ১০টায় মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গেয়ে শপথ করার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে দেশে সুস্পষ্ট আইন আছে। শিক্ষা বিভাগ থেকে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা। অনেক স্কুলে সকাল সাতটা থেকে এসেম্বলী শুরু হয়। দশটার সময় ছাত্ররা ক্লাসে থাকে। তাহলে তারা এই নির্দেশ মানবে কী করে। সব চেয়ে বড় কথা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশ দেয়ার এখতিয়ার কি আছে আন্দোলনের নেতাদের? আমার মনে হয় তারা নিজেদের এখতিয়ারের বহির্ভূত নির্দেশ দিয়ে ফেলেছেন। এটা মানতে গিয়ে অনেক জটিলতা সৃষ্টি হবে। তাতে করে আন্দোলনই ক্ষতিগ্রস্ত হবে।
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন