"ইসলামী ব্যাংক বাংলাদেশ" কেন দেউলিয়া হয়ে যাবে বলে আমি মনে করি।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ জানুয়ারি, ২০১৭, ০৫:০২:৪২ সকাল

মীর -কাসেম আলীরা যেমন আওয়ামীলীগের প্রতিপক্ষ, ইসলামী ব্যাংক ও আওয়ামিলীগের প্রতিপক্ষ। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওদের এলার্জি নতুন কিছু নয়। সরকার ইসলামী ব্যাংক দখলে নিয়েছে কারন এটা জামায়াতী প্রতিষ্ঠান। এ নিয়ে কারো সন্দেহ থাকার কথা আছে ?

কোন একদিন আওয়ামিলীগকে ক্ষমতা ছাড়তেই হবে। হোকনা সেটা ২০ বছর পর! তখন এ ব্যাংকটিকে জামায়াত আবার দখলে নিয়ে নেবে। এটা কি আওয়ামিলীগ এবং ওদের প্রভুরা জানেনা?

নিজামী-কাদের-মোল্লা কিংবা মীর কাসেম আলীর মত তো ইসলামী ব্যাংককে ফাঁসি দেয়া যাবেনা ! তাই ব্যাংকটিকে দখলে নিয়ে লুটে-পুটে খেয়ে দেউলিয়া করে দেওয়াটাই ওদের টার্গেট। বিষয়টা খুবই সিম্পল! ব্যাংকের গ্রাহকরা যদি এখনই বুঝতে না পারেন তবে খুব সহসা আমানত হারিয়ে ঠিকই বুঝতে পারবেন।

আরাস্ত-খানদের ব্যাংক পরিচালনায় যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছিনা। প্রশ্ন তুলছি তাঁদের মিশন নিয়ে । একটা রাজাকার-ব্যাংককে ওরা শেকড় সহ ধ্বংস দারুণভাবেই করতে পারবে।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381213
০৯ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:৩৭
১০ জানুয়ারি ২০১৭ সকাল ০৭:৩৩
315335
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : মাইরালা!
381219
০৯ জানুয়ারি ২০১৭ সকাল ১০:০৪
দ্য স্লেভ লিখেছেন : ঠিক বলেছেন
১০ জানুয়ারি ২০১৭ সকাল ০৭:৩৩
315334
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ
381246
১০ জানুয়ারি ২০১৭ রাত ১০:৫৬
আরাফাত হোসাইন লিখেছেন : ব্যাংক কর্মকর্তাদের উচিত হবে পরিচালকদের সহযোগিতা করা যদিও তাদের মিশন ব্যাংকটাকে দেওলিয়া করা,তবুও যত কম ক্ষতিতে তাদের মানানো যায় তত ভাল,দিনশেষে ব্যাংকটা জামায়াতেরই থাকবে, ভবিষ্যত এই সুযোগ করে দিবে ইনশাঅাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File