"ইসলামী ব্যাংক বাংলাদেশ" কেন দেউলিয়া হয়ে যাবে বলে আমি মনে করি।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ জানুয়ারি, ২০১৭, ০৫:০২:৪২ সকাল
মীর -কাসেম আলীরা যেমন আওয়ামীলীগের প্রতিপক্ষ, ইসলামী ব্যাংক ও আওয়ামিলীগের প্রতিপক্ষ। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওদের এলার্জি নতুন কিছু নয়। সরকার ইসলামী ব্যাংক দখলে নিয়েছে কারন এটা জামায়াতী প্রতিষ্ঠান। এ নিয়ে কারো সন্দেহ থাকার কথা আছে ?
কোন একদিন আওয়ামিলীগকে ক্ষমতা ছাড়তেই হবে। হোকনা সেটা ২০ বছর পর! তখন এ ব্যাংকটিকে জামায়াত আবার দখলে নিয়ে নেবে। এটা কি আওয়ামিলীগ এবং ওদের প্রভুরা জানেনা?
নিজামী-কাদের-মোল্লা কিংবা মীর কাসেম আলীর মত তো ইসলামী ব্যাংককে ফাঁসি দেয়া যাবেনা ! তাই ব্যাংকটিকে দখলে নিয়ে লুটে-পুটে খেয়ে দেউলিয়া করে দেওয়াটাই ওদের টার্গেট। বিষয়টা খুবই সিম্পল! ব্যাংকের গ্রাহকরা যদি এখনই বুঝতে না পারেন তবে খুব সহসা আমানত হারিয়ে ঠিকই বুঝতে পারবেন।
আরাস্ত-খানদের ব্যাংক পরিচালনায় যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছিনা। প্রশ্ন তুলছি তাঁদের মিশন নিয়ে । একটা রাজাকার-ব্যাংককে ওরা শেকড় সহ ধ্বংস দারুণভাবেই করতে পারবে।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন