ইসকন! এটা তো নতুন কিছু নয়!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ জুন, ২০১৬, ০৯:৫৮:১৩ রাত
গেরুয়া রঙের পোষাকে রহস্যজনক ব্যক্তিদের প্রায় ৭/৮ বছর থেকেই বাংলাদেশে বিশেষত ঢাকায় দেখা যেত। আওয়ামিলীগ ক্ষমতায় আসার পরপরই ওরা প্রকাশ্যে আসতে শুরু করে। শুরুর দিকে এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হত। বিশেষত ভারতের হিন্দু জঙ্গী গোষ্টি-শীব-সেনার পোষাকের সাথে হুবহু মিল থাকায়। বি ডি আর হত্যাকান্ডের সময় ও বি ডি আরের পোষাকে গেরুয়া ব্যান্ড মাথায় ওদের দেখা গেছে। যা হোক, সে লম্বা কথা!
বর্তমানে দেশে ভয়ানক মাত্রায় গুপ্ত-হত্যাগুলু ঐ গেরুয়া বাহিনী করছে বলে খবর বেরুনোর পর ব্যাপারটা আবার সবার নজরে আসে। ইসকন আর গোপন বা বিক্ষিপ্ত নয়, মোটর বাইকে চড়ে ওরা টহল দেয় । বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হাপনায় রেকি করে।
আমার প্রশ্ন , কতটা প্রভাবশালী হলে ওরা এমন প্রকাশ্যে একটা স্বাধীন দেশের ভেতর কর্মকান্ড পরিচালনা করতে পারে? পরিশেষে একটা আবদার রইলো, ঊনাদের দেখে এখন থেকে মেহমানদারী করতে ভুলবেন না যেন। হাজার হলে আমাদের মেহমান তো!
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেহমানদারীতে প্রকাশ্য শয়তান বনে যাব,আমি জেনে শুনে শয়তান হতে পারব না।ধন্যবাদ।ভাল থাকবেন।
তাই ভারতের সাধারণ কেউ যদি বাংলাদেশে এসে প্রকাশ্যে শাহবাগে দাঁড়িয়ে বারডেম - পিজিতে - যাদুঘরে- ঢাবির চারুকলার দিকে
এরকম কিছু করে যায় তবুও শাহবাগের লোকেরা তাকে আটকাতে আসবে না । সে নির্বিঘ্নে হেটে ৩ নং বাস ধরে/হলুদ ট্যাক্সি ক্যাব ধরে সোজা বিমানবন্দরের দিকে চলে যাবে । রাস্তা তার জন্য ফাঁকাই করে দেবে সবাই।
ঐ খুনীদের বাচাতে পুলিশলীগ নিরীহ জনগন কে গনহারে গ্রেপতার করতেছে। আজ বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তাই নাই। ধন্যবাদ আপনাকে
Click this link
মন্তব্য করতে লগইন করুন