ভাবনা

লিখেছেন লিখেছেন স্বপ্নলোকের সিঁড়ি ১০ জুন, ২০১৬, ০৯:২৩:৪৯ রাত

রাষ্ট্রই শোষণের বড় যন্ত্র

গণতন্ত্রের মোড়কে সওয়ার হয় যখন স্বৈরতন্ত্র।

ম্যাকিয়াভেলি দর্শন,

মস্তিষ্কে করে ধারণ

শৃগালরূপী কর্তব্য করে সম্পাদন

ধূর্ত শাসক গণ-কে নিভৃতে করে দাফন।

জার থেকে রেজাশাহ পাহলভীর নির্যাতন

অগ্নিস্ফুলিঙ্গ বিপ্লবে হল খান-খান।

স্বৈরাচারের তখত সদা কম্পমান

আরব বসন্তের ঝাঁকুনিতে মিলেছে তার প্রমাণ।

বেন আলী থেকে গাদ্দাফি,জামাল

সব মরু স্বৈরাচার ছিল বেসামাল।

ওরাতো স্রেফ,নিখুত স্বৈরাচার

খুনিয়া-লুটেরা বস্তুবাদি সভ্যতার ধ্বজাধারি।

ভাববাদ উদগাতা হয়নি-

মোঘল হেরেম কাঁপিয়ে তুলেছে জানি

গণের মনমসজিদে আশ্রয় নিতে পারেনি।

তিতুর দেশে,

চেতনার বেশে,বাম-রামের পরামর্শে

বহমান

ধর্মনিরপেক্ষ আজব স্বৈরাচার।

ভূত্বক ভেদিয়া ফুটন্ত কিশলয়

অনলপ্রবাহি তরু-লতা

মাতৃজঠরের অমরা-প্লাসেন্টা

কেন জানি অবলা-নারি-

সফেদ দাঁড়িওয়ালা পিতৃবয়সী মুরব্বী

প্রাণের মায়ায় সন্ধিৎসু নিরাপদ ভূমি।

কেন?

মুক্তির হেলাল মিলবে কবে-

হেনকালে কি জ্যোতির্ময় হাসি দিবে না?

শতাব্দীর প্রসব বেদনা।

মুক্তির বার্তা

উঁকিছে নাকি ঈষাণ কোণে?

মজলুমাতের অবসানে?

বিষয়: রাজনীতি

৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File