মাওলানা ফারুকী হত্যা! বাঁকা চোখে
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৮ আগস্ট, ২০১৪, ০৭:৩১:৩৯ সকাল
দেশে গুম হবে, খুন হবে। এমনটা স্বাভাবিক। খুন হওয়া ব্যাক্তি যদি কোন ইসলামি ব্যাক্তিত্ব হন তবে সেটা আরো স্বাভাবিক!
মাওলানা ফারুকী নিজ বেড রুমে খুন হয়েছেন, যেমনটি হয়েছিলেন সাগর-রুণি। সাগর রুণি হত্যাকান্ডের সময় শেখ-হাসিনা বলেছিলেন, কারো বেডরুম পাহারা দেয়া সম্ভব নয়। নিজ বেডরুমে একজন ইসলামি ব্যাক্তিত্বের খুনের ঘটনায় আওয়ামিলীগ যেভাবে প্রতিক্রীয়া দেখাচ্ছে তাতেই আমার আগ্রহটা জাগলো। কে এই মাওলানা সাহেব ?
জানলাম, ঊনি চ্যানেল আই তে একটি ইসলামী অনুষ্ঠান পরিচালনা করতেন। এতেই ঊনার রাজনৈতিক পরিচয়টা জানলাম। চ্যনেল আই বলে কথা। তিনি হাই-কোর্ট মসজিদে ইমামতি করতেন। সরকারের একান্ত প্রিয়ভাজন ছাড়া যে সেখানে ইমামতি করা সম্ভব নয়।
হত্যাকান্ডের সন্দেহের তীর তাঁর প্রথম স্ত্রীর দিকে । তাছাড়া গত বছর তাড় নিজস্ব ট্রাভেল এজেন্সী মেঘনা ট্রাভেলস্ এর মাধ্যমে হজ্জ্ব যাত্রীদের টাকা নিয়ে মেরে দিয়েছেন।সে টাকার ভাগা-ভাগি নিয়ে ও হত্যাকান্ড ঘটতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন এবং তদন্ত সেভাবেই শুরু করবেন বলে জানিয়েছেন।
আর সামনে এগুনোর রুচি হলো না।
তবে আমি ও চাই এ খুনের সঠিক তদন্দ হোক এবং বিচার হোক।
বিষয়: বিবিধ
১৫৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোষিদের ধরা হউক।
আলহামদুলিল্লাহ! একজন বিদআতি কমেছে।
নূরুল ইসলাম ফারুকী তো ইসলামী নেতা, আর ইসলামী নেতারা তো আওয়ামী জমানায় এইভাবেই মরিতেছে, তাতে দোষের কি হইয়াছে।
যার যার মত সবাইকে মরিতে দেন, ভাগ্যিস তিনি নজরুলের মত নদীতে ইট চাপা পইড়া মরে নাই।
আমরা আল্লাহর কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করতে পারি।
মন্তব্য করতে লগইন করুন