মাওলানা ফারুকী হত্যা! বাঁকা চোখে

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৮ আগস্ট, ২০১৪, ০৭:৩১:৩৯ সকাল

দেশে গুম হবে, খুন হবে। এমনটা স্বাভাবিক। খুন হওয়া ব্যাক্তি যদি কোন ইসলামি ব্যাক্তিত্ব হন তবে সেটা আরো স্বাভাবিক!

মাওলানা ফারুকী নিজ বেড রুমে খুন হয়েছেন, যেমনটি হয়েছিলেন সাগর-রুণি। সাগর রুণি হত্যাকান্ডের সময় শেখ-হাসিনা বলেছিলেন, কারো বেডরুম পাহারা দেয়া সম্ভব নয়। নিজ বেডরুমে একজন ইসলামি ব্যাক্তিত্বের খুনের ঘটনায় আওয়ামিলীগ যেভাবে প্রতিক্রীয়া দেখাচ্ছে তাতেই আমার আগ্রহটা জাগলো। কে এই মাওলানা সাহেব ?

জানলাম, ঊনি চ্যানেল আই তে একটি ইসলামী অনুষ্ঠান পরিচালনা করতেন। এতেই ঊনার রাজনৈতিক পরিচয়টা জানলাম। চ্যনেল আই বলে কথা। তিনি হাই-কোর্ট মসজিদে ইমামতি করতেন। সরকারের একান্ত প্রিয়ভাজন ছাড়া যে সেখানে ইমামতি করা সম্ভব নয়।

হত্যাকান্ডের সন্দেহের তীর তাঁর প্রথম স্ত্রীর দিকে । তাছাড়া গত বছর তাড় নিজস্ব ট্রাভেল এজেন্সী মেঘনা ট্রাভেলস্‌ এর মাধ্যমে হজ্জ্ব যাত্রীদের টাকা নিয়ে মেরে দিয়েছেন।সে টাকার ভাগা-ভাগি নিয়ে ও হত্যাকান্ড ঘটতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন এবং তদন্ত সেভাবেই শুরু করবেন বলে জানিয়েছেন।

আর সামনে এগুনোর রুচি হলো না।

তবে আমি ও চাই এ খুনের সঠিক তদন্দ হোক এবং বিচার হোক।

বিষয়: বিবিধ

১৫৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259085
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৯
কাহাফ লিখেছেন : তদন্ত করে সঠিক বিচার হওয়া আইনের দাবী,শুধু ফারুকীর নয়-সব অনাচারের বিচার হতে হবে।
259089
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪০
ইমরান ভাই লিখেছেন : তদন্ত করা হোক এটা অবশ্যই চাই।
দোষিদের ধরা হউক।



আলহামদুলিল্লাহ! একজন বিদআতি কমেছে।
259094
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাওলানার প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
259113
২৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৪
দ্য স্লেভ লিখেছেন : লোকটার আকিদা একটু বাকা হলেও অন্য পীর পন্থীদের মত আপত্তিকর চিলনা। তাছাড়া তিনি তেমন সমালোচিতও ছিলেন না্ । আর যেভাবে খুন হয়েছেন তাতে পরিকল্পিত মনে হচ্ছে এবং কাছের লোকের যোগসাজস আছে মনে হচ্ছে। হয়ত ব্যবসায়িক কারন থাকতে পারে। আল্লাহই ভাল জানেন। কিন্তু সে যে সরকারী খাস লোক ছিল বা দরবারী আলেম ছিল তা বোঝা সহজ। আল্লাহ তাকে ক্ষমা করুক এবং জান্নাত দান করুক
259134
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪২
বেআক্কেল লিখেছেন : আমাদের অসভ্য জাতির পিতা জনাব মরহুম শেখ মুজিবুর রহমানও নিজের বেড় রুমে সবাইকে লইয়া নিহত হইয়াছিলেন। তাতে কি হইয়াছে!

নূরুল ইসলাম ফারুকী তো ইসলামী নেতা, আর ইসলামী নেতারা তো আওয়ামী জমানায় এইভাবেই মরিতেছে, তাতে দোষের কি হইয়াছে।

যার যার মত সবাইকে মরিতে দেন, ভাগ্যিস তিনি নজরুলের মত নদীতে ইট চাপা পইড়া মরে নাই।
259140
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৪
হতভাগা লিখেছেন : উনি কেমন ছিলেন তা আল্লাহই ভাল বলতে পারবেন । উনি এখন নেই , তাই তার ভাগ্যে কি আছে তার একমাত্র আল্লাহই জানেন ।

আমরা আল্লাহর কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করতে পারি।
259165
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৪
একাকী মানুষ লিখেছেন : কথা সত্য|আর যেহেতু আওয়ামীলীগের প্রিয়ভাজন সেহেতু চরিত্র নিয়া সন্দেহ আছে|
259175
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪১
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ফারুকীর বড় ছেলে রাজ জানান, এটা একটি ডাকাতির ঘটনা। বাধা দেয়ায় ডাকাতরা তার বাবাকে হত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, ফারুকী দুইটি বিয়ে করেছে। তার ছোট স্ত্রীর সাথে তিনি থাকেন। আর প্রথম স্ত্রী থাকেন মালিবাগে। ধারণা করা হচ্ছে তার প্রথম স্ত্রী হয়তো এ ঘটনা ঘটাতে পারে। - See more at: http://insaf24.com/archives/6818#sthash.euzoaFzT.dpuf

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File