আসেন জাতীয় সন্গীত গেয়ে দেশেকে এগিয়ে নিই!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৫ মার্চ, ২০১৪, ০৬:০৪:৫৭ সকাল

সবচেয়ে বড় মানব পতাকার পর এবার লক্ষ-কন্ঠে গাওয়া হবে জাতীয় সন্গীত। কারণ মানব পতাকা দিয়ে রেকর্ড গড়ার পর দেশের জিডিপি এমন ভাবে বাড়তে শুরু করেছে যে আর থামছেইনা! তাই এবার লক্ষ কন্ঠে জাতীয় সন্গীত গাওয়া হবে। এবার টার্গেট সম্ভবত বিদ্যুত খাত।দেখা যাক এক ঠেলায় কত মেগাওয়াট বাড়ানো যায়। এরপর অন্যান্য খাতে ও নজর দেয়া হবে।

যারা আমার সাথে দ্বিমত পোষণ করেন তারা কি বলবেন একসাথে জাতীয় সন্গীত গাইলে কি হয়? পৃথিবীর অন্য কোথাও দেশ-প্রেম দেখানোর এমন হাস্যকর প্রচেষ্টা আর দেখিনি।

দেশ-প্রেম! হা: হা:। আপনারা সবাই কোথায় ছিলেন ?গতকালই তো ভারতীয় নর্তকীর দল আমার দেশের সংস্কৃতিকে ধর্ষণ করে গেল! সবাই বুঝি কোগ্রাসে ভারতীয় খুল্লুম-খুল্লা গিলছিলেন?

হুম! বুঝলাম। এখন আর দেশপ্রেম স্বত:স্ফূর্তভাবে জাগেনা। এখন দেশ-প্রেম জাগাতে হয় সম্মিলিত কন্ঠে জাতীয় সন্গীত গেয়ে।

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192404
১৫ মার্চ ২০১৪ সকাল ০৭:০১
গৃহস্থের কইন্যা লিখেছেন : না, আল্যার কাছে মোনাজাত কইরা দ্যাশের উন্নতি করি............. !!!!!!
192411
১৫ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

****** জঙ্গিবাদী--মুজিব বাহিনির তাণ্ডব ******

আজ ১৪ ই মার্চ ২০১৪ রাত ১০:৩০ মিঃ ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন সবুজের বাড়িতে ৭১ এর মত জঙ্গিবাদী--মুজিব বাহিনী জঙ্গি ততঃপরতা চালায়,

রাত ১০:৩০ মিঃ এ চেয়ারম্যান আনোয়ার উল্লাহ তার সহযোগী জঙ্গিবাদী প্রায় ১০০ জন জঙ্গি--মুজিব বাহিনী নিয়া-- ভাইস -চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ মিয়ার বাসায় বোমা - বন্ধুক - কাটা রাইফেল - রামদা - ব্ললাম নিয়া হামলা চালায়,

জঙ্গি -- লীগ প্রথমে চারদিক থেকে বোমা মেরে গ্রামে আতঙ্ক সৃষ্টি করে,

এতে আশেপাশের লোকজন সাহায্যের জন্য এলে জঙ্গি-মুজিব বাহিনী বন্ধুকের গুলি চালায়,

সাথে সাথে কয়েকজন গুলিবিদ্ধ হয় ২ জনের অবস্থা আশঙ্কাজনক ,

ঘটনার সময় ক্লোশমুন্সী পুলিশ ফাঁড়িতে সাহায্যের জন্য যোগাযোগ করা হয় কিন্তু পুলিশ সাহায্য করতে অসম্মতি জানায়,

জঙ্গিবাদী -- মুজিব বাহিনী ভাইস চেয়ারম্যান সবুজকে ভোট কেন্দ্রে গেলে কিংবা বিজয়ী হলে হত্যার হুমকি দেয়,

১৯ দলের নেতা-কর্মী সবাইকে অনুরোধ করছি, দয়া করে ভাইস-চেয়ারম্যান সবুজ ভাইয়ের পাশে থেকে জঙ্গিবাদী - মুজিব বাহিনীকে প্রতিরোধ করুন,

from == http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/40664#.UyNVFs48FoI
192429
১৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪৭
দ্য স্লেভ লিখেছেন : গান গেয়ে দেশকে দক্ষিন দিকে এগিয়ে নিয়ে যান,বঙ্গোপসাগর বরাবর.....তারপর জনগনকে বলেন গন্তব্যে এসে গেছি,এবার লাফ মার...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File