হারিয়ে যাওয়া বিমানটি এখন বন্গোপসাগরে!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৫ মার্চ, ২০১৪, ০৫:৩৩:৫৫ সকাল

মালেশিয়ার বিমানটির রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার ফলো-আপ সংবাদগুলর দিকে নজর রাখছিলাম। বিমানটি বন্গোপসাগর পর্যন্ত যেতে পারে এমন দূরতম সম্ভাবনার কথা ও কাউকে বলতে শুনি নাই।

কাল দেখলাম শেখ হাসিনা মালেশিয়ার ঐ বিমানটির সন্ধানে বন্গোপসাগরে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে! দেশীয় কোন ষ্টান্টবাজী বাদ রাখেনাই । এখন বাহিরের দিকে হাত বাড়িয়েছে। মানুষ এমন বজ্জাত কেমনে হয়!

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192409
১৫ মার্চ ২০১৪ সকাল ০৭:৪২
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :


****** জঙ্গিবাদী--মুজিব বাহিনির তাণ্ডব ******

আজ ১৪ ই মার্চ ২০১৪ রাত ১০:৩০ মিঃ ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন সবুজের বাড়িতে ৭১ এর মত জঙ্গিবাদী--মুজিব বাহিনী জঙ্গি ততঃপরতা চালায়,

রাত ১০:৩০ মিঃ এ চেয়ারম্যান আনোয়ার উল্লাহ তার সহযোগী জঙ্গিবাদী প্রায় ১০০ জন জঙ্গি--মুজিব বাহিনী নিয়া-- ভাইস -চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ মিয়ার বাসায় বোমা - বন্ধুক - কাটা রাইফেল - রামদা - ব্ললাম নিয়া হামলা চালায়,

জঙ্গি -- লীগ প্রথমে চারদিক থেকে বোমা মেরে গ্রামে আতঙ্ক সৃষ্টি করে,

এতে আশেপাশের লোকজন সাহায্যের জন্য এলে জঙ্গি-মুজিব বাহিনী বন্ধুকের গুলি চালায়,

সাথে সাথে কয়েকজন গুলিবিদ্ধ হয় ২ জনের অবস্থা আশঙ্কাজনক ,

ঘটনার সময় ক্লোশমুন্সী পুলিশ ফাঁড়িতে সাহায্যের জন্য যোগাযোগ করা হয় কিন্তু পুলিশ সাহায্য করতে অসম্মতি জানায়,

জঙ্গিবাদী -- মুজিব বাহিনী ভাইস চেয়ারম্যান সবুজকে ভোট কেন্দ্রে গেলে কিংবা বিজয়ী হলে হত্যার হুমকি দেয়,

১৯ দলের নেতা-কর্মী সবাইকে অনুরোধ করছি, দয়া করে ভাইস-চেয়ারম্যান সবুজ ভাইয়ের পাশে থেকে জঙ্গিবাদী - মুজিব বাহিনীকে প্রতিরোধ করুন,

from == http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/40664#.UyNVFs48FoI

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File