হেফাযতের এসিড টেষ্ট চলছে

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ মে, ২০১৩, ১০:২৭:২৬ রাত

হেফাযতের এসিড টেষ্ট চলছে।লাশ পড়েছে বেশ কয়েকটা। এই মুহুর্তে র‍্যাব-পুলিশ আর ছাত্রলীগের গুন্ডা বাহিনী শাপলা চত্তর ঘিরে রেখেছে। আজ রাতেই কোমর ভেঙ্গে দিতে পারলে দেশে হেফাযত অধ্যায়ের এখানেই সমাপ্তি। বি এন পির ৪৮ ঘন্টার আল্টিমেটাম কখন শেষ হবে আর আল্টিমেটাম শেষে কি প্রসব করবে তা দেখার বিষয়। হেফাযতে ইসলাম যদি ও ভিন্ন ইস্যুতে আন্দোলন করছে, কিন্তু আন্দোলনের ফসল ভোগী তো ঐ বি এন পি । এ দলটা বরাবরই মোনাফেকের দল। লেজুরবৃত্তি আর সাধারন মানূষের এন্টি আওয়ামী সেন্টিমেন্টের সুবিধা নিয়া ক্ষমাতায় আসেছে। কেন এই মুহুর্তে খালেদা জিয়া রাস্তায় নেমে আসতে পারছেন না? গ্রেফতারের ভয়ে? বাহ: আপনি নেত্রী বটে!

বি এন পি ,জামায়াত সহ সবাইকে হেফাযতের সাথে একত্মতা ঘোষণা করে মতিঝিলের দিকে যাত্রা শুরু করা দরকার। এই মুহুর্তে মতিঝিল আন্দোলনের পিভট পয়েন্ট। মতিঝিলে টিকে থাকলে পারলে দেশের আনাচে কানাচে ও প্রতিরোধ গড়ে উঠবে। মতিঝিলের পতন হলে শুরু হবে নতুন নতুন স্টীম রোলার।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File