দাবী মামার হাতের মোয়া না যে দাবী করা মাত্রই আদায় হয়ে যাবে।

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৫ মে, ২০১৩, ১০:৪৫:৪০ রাত



দাবী মামার হাতের মোয়া না যে দাবী করলেই আদায় হয়ে যাবে। কোন যুগেই তেমনটা হয়নি। দাবী আদায় করে নেয়ার জিনিস।

সরকার নিজেই যখন লড়াই এর পথ বেছে নিয়েছে তখন দাবী আদায় না করে ঘরে ফেরা মনেহয় ঠিক হবেনা।

এবার ওরা পার পেয়ে গেলে আসকারা পেয়ে যাবে। কোন জালেমই কোনদিন কোন দাবী মানেনি এরাও মানবেনা। তাই হেফাজতকে ঈমানের বলে বলিয়ান হয়ে দেশবাসীকে সাথে নিয়ে দাবী আদায় করে নিতে হবে।

বিএনপি জামায়াত সহ দেশপ্রেমিক ইসলাম প্রিয় কোন দলেরই আর ঘরে বসে থাকার সুযোগ নাই। শুধু ঢাকা কেন্দ্রিক নয় বরং প্রতিটি জনপদের লোকদেরই মাঠে নামতে হবে। ৭ই নভেম্বরের মত বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে। জনগণের ঐক্যের সামনে কোন যালিমই টিকে থাকতে পারেনা।

আজকের এ সংগ্রাম দুনিয়াবী কোন প্রাপ্তির জন্য নয় বরং আল্লাহর জমিনে তাঁর কালেমার পতাকাকে উড্ডিন রাখার সংগ্রাম। এ সংগ্রামে আল্লাহর সাহায্য অবধারীত যদি তৌহিদী জনতা ময়দানে টিকে থাকতে পারে।

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File