শাহবাগে আসছে জাতীয় ক্রিকেট দল, আপনিও আসুন

লিখেছেন লিখেছেন সুশান্ত ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১২:৫২ রাত



শাহবাগ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলেনে যোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার ক্রিকেট দলের পক্ষ থেকে চলমান আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়, তারা আগামী শনিবার থেকে আন্দোলনে যোগ দেবেন।

রাত পৌনে আটটায় সমাবেশস্থল থেকে মাইকে এ সংক্রান্ত ঘোষণা দেন একজন আন্দোলনকারী। এ ঘোষণার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে জাতীয় দলের সিদ্ধান্তকে স্বাগত জানায় উপস্থিত গণজমায়েত।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ড দেওয়ার পর মঙ্গলবার থেকেই শাহবাগে বৃহত্তর জমায়েত গড়ে তুলেছে তরুণ প্রজন্ম। আর তাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। শাহবাগের এই আন্দোলনের রেশ পড়েছে সারা দেশে।

আন্দোলন-প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ফেসবুক, ব্লগসহ অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সারা দেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিরাও ভার্চুয়াল জগতের মাধ্যমে আন্দোলনে সংহতি জানাচ্ছেন।

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File