আজ মহা সমাবেশে কি করা উচিৎ বলে আমি মনে করি .........

লিখেছেন লিখেছেন গেরিলা ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৬:১২ রাত



১) এ আন্দলনের সঠিক নেতৃত্ব নির্বাচন করা মানি যেহেতু ১৫ জন সামু ব্লগার কতৃক এ আন্দোলনের সূত্রপাত তাই এই কমিটি থেকে নেতৃত্ব নির্বাচন করতে হবে। বলা বাহুল্ল যে পুরো বাংলাদেশ আজ শাহবাগ মুখী এবং আন্দোলন দেখে রাজনৈতিক দল গুলো ভীত। কি হবে তাদের ধারনার বাহিরে।

২) কোন প্রকার ব্যানর এর আগমন ঘটার আগে ব্যানার এর অবস্থান আন্দোলনের বাহিরে রাখতে হবে। মনে রাখতে হবে যত ব্যানার বারবে ততো মানুষ কমবে। এ আন্দোলন কোন ব্যানারের আন্দোলন নয়।

৩) কোন প্রকার রাজনৈতিক ব্যাক্তি যেন মহাসমাবেশে ভাষন না দেন।

৪) যারা এ আন্দোলন কে পুজি করতে চাইবে তাদের কে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করে রমনা পার্কে প্রেরন এবং লাথী প্রদর্শন।

৫) মিডিয়ার পূর্ন সাপোর্ট বজায় রাখতে হবে।

৬) আমাদের শাহবাগ থেকে যদ্ধ ঘোষনা করতে হবে , আবার যুদ্ধে যাবার জন্য সকলের প্রস্তুতি নিতে হবে।

মনে রাখতে হবে ৪১ বছর মুখ বন্ধ রেখে কোন লাভ হয়নি। কেউ আমাদের কথা শোনে ও না আবার দাম ও দেয় না । বর্হিবিশ্বদ্বারা যদি নির্বাচনের দল নির্বাচিত হয় তা হলে দাম দিবে ই বা কি ভাবে। আজ বুঝক বর্হিবিশ্ব বাহিরেই আছে আর আমরা আছি শাহবাগে। লক্ষ মানুষ হত্যা করলে যেহেতু ৩০ বছর জেল হয় সেহেতু আমরা পাই না ভয়। দরকার হলে ২ একটা সাইজ কইরাই ফেলুম আর শাহবাগ চিন্তা করলে ২ কোটি ছারিয়ে যাবে।

কোপা রাজাকার কোপা , নোংরা রাজনীতি রে কোপা । সবাইরে কোপা। আমাদের মা বোনের ইজ্জতের সাথে কোন সমঝোতা নাই আছে খালি কোপ।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File