দায়িত্বহীন খালেদা জিয়া

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২৯ মে, ২০১৩, ১১:৩২:২৩ সকাল

বিশ্বজিৎ কে যখন ছাত্রলীগের পান্ডারা কুপিয়ে মেরেছিল,যখন বৃদ্ধের দাঁড়ি ধরে ছাত্রলীগের কুকুরেরা টানাটানি করেছিল,যখন ৫বছরের শিশুকে আদালতে আসতে হয়েছে তখন বিএনপি হরতাল দেয়নি।কিন্তু,তারেক রহমানের জন্য হরতাল দিয়েছে।আমি বলছিনা,তারেক রহমানের জন্য হরতাল দেওয়া যাবেনা।আমি শুধু বলব,দলের ব্যাক্তি বিশেষের চাইতে একজন বিশ্বজিৎ কিংবা লাঞ্ছিত হওয়া বৃদ্ধের জন্য কিংবা ৫বছরের শিশুটির জন্য প্রতিবাদে রাস্তায় নেমে আসায় বিরোধী দলের প্রথম দায়িত্ব।এতে শুধু বিরোধী দলের দায়িত্বই পালন হয়না জনগনের ভালবাসাও পাওয়া যায়।

বিষয়: বিবিধ

৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File