বেজম্মা বাংলাদেশীরা.....

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৮ মে, ২০১৩, ০৮:১৮:৩১ রাত

মীরাক্কেল নিয়ে হঠাৎ করে দেশপ্রেমিক বাংলাদেশীদের দেশপ্রেম উতলে পড়েছে ।কারণ,মীরাক্কেলে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে ব্যাঙ্গ করতে গিয়ে পুরো জাতিকে নিয়েই অপমান করেছে।বেশীর ভাগই,ভারতের দোষ দিচ্ছে । প্রশ্ন হচ্ছে ,বাংলাদেশ কে নিয়ে যারা ব্যাঙ্গ করেছে তারা কারা?তারা কিন্তু ভারতের না তারা বাংলাদেশেরই সন্তান।কেউ যদি নিজের মা'কে ধর্ষকের হাতে নিজ থেকে তুলে দেয় তাহলে ধর্ষকের কি দোষ?

ইউটিউবে মীরাক্কেল ২ পর্বের মত দেখা হয়েছিল অনলাইন ভিত্তিক একটা নিউজের একটা প্রতিবেদনের কাজে। বেশীর ভাগ কৌতুকই যৌন সুড়সুড়ি দেওয়া।কনডমের বিজ্ঞাপন আসলে চ্যানেল পাল্টিয়ে দেওয়া যে দেশের পারিবারিক সংস্কতি সে দেশে পরিবারের সবাই বসে কিভাবে চটি টাইপের কৌতুক হজম করে?

কথায় কথায় ভারতকে দোষ দেবার আগে নিজের বিবেকের আয়নাটা দেখুন।অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া খুব সহজ।কিন্তু নিজের বিবেক যদি স্বচ্চ থাকে তাহলে নিজের দোষ স্বীকার করে শুধরে নেবার চেষ্টা করা আরো সহজ।

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File