বেঈমান খালেদা,বেঈমান হেফাজতীরা
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৯ এপ্রিল, ২০১৩, ১১:১৮:০৯ সকাল
মৃত্যের মুখোমুখি দাঁড়িয়ে মাহমুদুর রহমান।যে কোন মূহত্বে কিছু একটা হয়ে যেতে পারে।আদৌ যদি বেঁচে থাকেন তাহলে কতটা সুস্থতা নিয়ে মাহমুদুর রহমান বেঁচে থাকবে সে প্রশ্নের উওর সময় বলে দেবে ।কিন্তু সাহসী এই মানুষটার সাথে,আমার দেশের শত শত সাংবাদিক-কর্মচারীর সাথে বেঈমানী করেছে হেফাজতিরা,খালেদা জিয়া।
লংমাচের আগে বারবার হেফাজতে ইসলাম থেকে বলা হয়েছিল মাহমুদুর রহমান কিংবা আমার দেশ বন্ধ হলে দেশ অচল করে দেওয়া হবে।কিন্তু,ওরা কথা রাখেনি।বাকশালী পদলেহী বিচারকরা যখন রিমান্ড মন্জুর করল,দৈনিক আমার দেশ বন্ধ করে দিল হেফাজত কিংবা বিএনপি একটা কঠোর কর্মসূচী দেয়নি ।এখন মাহমুদুর রহমান মৃত্য শয্যায়,আমার দেশের শত শত সাংবাদিক-কর্মচারী বেকার এরপরও হেফাজতীরা ঘুমিয়ে আছে।খালেদা জিয়া ফেসিয়াল নিয়েই ব্যস্ত আছে ।
জানি অনেকেই জ্ঞান দিবেন,অনেকেই আমার কাছ থেকে এমন কিছু আশা করেননা ডায়লগ দিবেন।তাতে আমার কিছু যায় আসেনা।হেফাজত,বিনএনপির কাছে আপনার বিবেক বর্গা রাখতে পারেন আমার বিবেক বর্গা রাখিনি ।একবার নয় কোটিবার বলব হেফাজতিরা বেঈমান,খালেদা বেঈমান।
বিষয়: বিবিধ
২২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন