লন্ডনে শাহবাগ সমর্থকদের ঘেরাও
লিখেছেন লিখেছেন শিপন চৈাধুরী ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৩:৫৩ দুপুর
লন্ডনে শাহবাগ সমর্থকদের ঘেরাও
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানানোর সময় লন্ডনে ঘেরাও হয়েছেন একদল বিক্ষোভকারী। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের ভাষা শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে স্থানীয় জামায়াত সমর্থকেরা বিক্ষোভকারীদের ঘেরাও করেছেন বলে জানিয়েছেন সমাবেশে আগতরা।
বিবিসি বাংলার খবরে বলা হয়, আজ শুক্রবার দুপুরে শহীদ মিনারে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ...বেলা দুইটা থেকে ছাত্র এবং পেশাজীবীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। কিন্তু জুমার নামাজের পর একদল লোক শহীদ মিনার এলাকা ঘিরে ফেলে। তাঁরা বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায়। একইসঙ্গে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে স্লোগানও দেন তাঁরা।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন