প্রথম আলোর কাছে একটি প্রশ্ন???
লিখেছেন লিখেছেন ওমান সালালাহ ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৯:৫৯ দুপুর
আমাদের মতি ভাই সালাম, আশা করি ভালো আছেন, আমরা অনলাইন একটিভিসন ওমান সালালাহ এর পক্ষ হতে, আপনাকে শুভেচছা। নিরপক্ষ সংবাদ প্রকাশিত হচেছ প্রথম আলো এ। তাই একটি প্রশ্ন যে সব সাংবাদিকরা লাঞ্ছিত ও আহত হয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ করি। কিন্তু এই সরকারের আমলে পেশাদারী দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলি সাংবাদিকদের আঘাত করেছে তার প্রতিবাদ তো দূরের কথা, খবরটির উল্লেখেও শাহবাগী জোয়ারে ভাসা গণমাধ্যমগুলো নীরব। জামায়াত হরতাল না ডাকলেও জামায়াত-শিবিরের তাণ্ডব বলে প্রচার করা হচ্ছে, হরতাল হলেও তারা নিজ দায়িত্বে বলছে জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে। এক শ্রেণীর মিডিয়ার এমন হিংসাত্মক ও মিথ্যাশ্রয়ী অবস্থান বাংলাদেশের মানুষ কখনও আশা করে না। তাই, আপনার কাছে অনুরোধ আপনার গণমাধ্যমের মাঝে আমাদের সবার আশা প্রতিপলন ঘটাবেন।
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন