মাথায় টুপি, পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি, দেখতে পাক্কা জামায়েত শিবির বা হেফাজত।

লিখেছেন লিখেছেন ওমান সালালাহ ৩১ জুলাই, ২০১৩, ০৭:৫৬:০৩ সন্ধ্যা

মাথায় টুপি, পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি, দেখতে পাক্কা মুসল্লি। এক হাতে পিস্তল, অন্য হাতে মোবাইল ফোন। মোবাইলে কথা বলতে বলতেই গুলি করছেন দাঁড়িয়ে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান ওরফে মিল্কিকে। আজ যদি শপার্স ওয়ার্ল্ডের সিসি ক্যামেরায় না আসতো... যে, ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম-সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেক দিয়েছেন খুনের নেতৃত্ব। তা হলে আমাদের মখা আলমগীর ও আমাদের হাসিনা বলতো এরা জামায়েত শিবির। কারন,খুনিরা মাথায় টুপি, পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি দেখতে পাক্কা জামায়েত শিবির বা হেফাজত।

কারা কারা একমত......???? লাইক মারেন????????

বিষয়: বিবিধ

২০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File